লোকসভা নির্বাচনে আরজেডির শর্তেই বিহারে আসন সমঝোতা করল কংগ্রেস
লোকসভা নির্বাচনে কংগ্রেস ১৫টি আসন চেয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তাকে ৯ আসনেই সন্তুষ্ট থাকতে হল
নিজস্ব প্রতিবেদন: বিজেপি, জেডিইউয়ের পর এবার বিহারে আসন সমঝোতা করে ফেলল কংগ্রেস, আরজেডি সহ ৬ দলের মহাজোট এবং তা আরজেডির শর্তেই। শুক্রবার এই ঘোষণা করেন আরজেডি মুখপাত্র মনোজ কুমার ঝা।
আরও পড়ুন-'শতাব্দী মরসুমি পাখি', কটাক্ষ দুধকুমারের
বেশ কয়েকদিন ধরে আসন ভাগাভাগি নিয়ে আরজেডি ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি চলছিল। শুক্রবার আরজিডি প্রধান রামচন্দ্র পূর্বা জানান লোকসভা নির্বাচনে বিহারে আরজেডি ২০ আসনে লড়াই করবে। অন্যদিকে কংগ্রেস লড়বে ৯ আসনে। জিতনরাম মাঝি লড়বেন গয়া আসন থেকে।
Manoj Jha, RJD on seat sharing: RJD on 20, Congress on 9, HAM-3, RLSP on 5, VIP on 3 and CPI-1 in RJD quota.#LokSabhaElections2019 pic.twitter.com/LlLOqxoqB9
— ANI (@ANI) March 22, 2019
আরও পড়ুন-চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, ভস্মীভূত আস্ত একটা কামরা! মৃত ২
অন্যদিকে, আরজেডি মুখপাত্র মনোজ কুমার ঝা সাংবাদিক সম্মেলনে জানান, দেশের সংবিধান রক্ষার স্বার্থে বিহারে আরজিডি ও কংগ্রেস সহ অন্যান্য দল মহাজোট তৈরি করেছে। ৯টি আসনে লড়াই করবে কংগ্রেস, ২০টি আসনে প্রার্থী দেবে আরজেডি। এছাড়া আরজেডির কোটায় সিপিআইএমএল লড়বে ১টি আসনে, ৫টি আসনে প্রার্থী দেবে আরএলএসপি, ৩টি করে আসনে লড়বে ভিআইপি ও হাম।
লোকসভা নির্বাচনে কংগ্রেস ১৫টি আসন চেয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তাকে ৯ আসনেই সন্তুষ্ট থাকতে হল।