জয়াপ্রদার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, আজম খানকে কড়া নোটিস মহিলা কমিশনের
ওই নোটিসের ব্যাপারে মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা জানিয়েছেন, নির্বাচন কমিশনকে চিঠি লিখছি
নিজস্ব প্রতিবেদন: রামপুরে বিজেপি প্রার্থী জয়াপ্রদার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় সপা নেতা আজম খানকে নোটিস পাঠাল জাতীয় মহিলা কমিশন। শুধু তাই নয়, ওই মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনেও চিঠি লিখল মহিলা কমিশন।
আরও পড়ুন-বছরের প্রথম দিনই বাইক দুর্ঘটনায় মৃত ২
কেন নোটিস? রবিবার নজিরবিহীন ভাবে রামপুরের বিজেপি প্রার্থী ও প্রাক্তন সপা সাংসদ জয়াপ্রদাকে আক্রমণ করেন আজম খান। জয়ার বিজেপিতে যোগদানকে কটাক্ষ করতে গিয়ে আজম খান বলেন, ১৭ দিনেই বুঝে গিয়েছিলাম ওর পোশাকের নীচে অন্তর্বাসের রঙও খাকি।
National Commission for Women (NCW) sends a notice to SP leader Azam Khan over his remark 'main 17 din mein pehchan gaya ki inke niche ka underwear khaki rang ka hai', he made in Rampur (UP) yesterday. pic.twitter.com/q1l5uqJ4w2
— ANI (@ANI) April 15, 2019
Rekha Sharma, NCW: We are also writing to EC to take strict action against him because he has to learn this lesson now. It's high time, he has to stop this. Women are not sex objects. I think, women voters should vote against such kind of people who are treating women in such way https://t.co/MnxQhAiBLi
— ANI (@ANI) April 15, 2019
NCW Chairperson on Azam Khan's remark 'main 17 din mein pehchan gaya inke niche ka underwear khaki rang ka hai': He's always talking dirty about women&in this election it's the 2nd remark he gave against woman politician. NCW has taken suo-motu cognizance&we're sending him notice pic.twitter.com/YSjADwNQqc
— ANI (@ANI) April 15, 2019
আজমের ওই মন্তব্যের পর তোলপাড় শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। এনিয়ে জয়াপ্রদা বলেন, ওরে নির্বাচনে লড়াই করতে দেওয়া উচিত নয়। এই লোকটা যদি ভোটে জেতে তাহলে দেশে গণতন্ত্রের কী হবে? সমাজে মহিলাদের কোনও জায়গা থাকেব না। আপনি যদি মনে করে থাকেন আমি ভয় পেয়ে রামপুর ছেড়ে চলে যাব তাহলে ভুল করছেন।
আরও পড়ুন-রাজীব কুমারকে গ্রেফতারের আবেদন সিবিআইয়ের, আজ ফের শুনানি সুপ্রিম কোর্টে
এদিকে, ওই নোটিসের ব্যাপারে মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা জানিয়েছেন, নির্বাচন কমিশনকে চিঠি লিখছি। অনেক হয়েছে, আজম খানের এবার একটা শিক্ষা হওয়া প্রয়োজন। মহিলাদের উচিত এই ধরেনর লোকের বিরুদ্ধে ভোট দেওয়া। নির্বাচনের সময়ে উনি এনিয়ে দ্বিতীয়বার এই ধরনের কুত্সিত মন্তব্য করলেন।