লকডাউন ৫.০: দেখে নিন এই দফায় কোথায় কী অনুমতি দেওয়া হয়েছে, কী হয়নি

রাতের কার্ফু জারি থাকবে রাত নটা থেকে সকাল ৫টা পর্যন্ত

Updated By: May 30, 2020, 09:07 PM IST
লকডাউন ৫.০: দেখে নিন এই দফায় কোথায় কী অনুমতি দেওয়া হয়েছে, কী হয়নি

নিজস্ব প্রতিবেদন: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১,৭৩,৭৬২ জন। মৃত্যু ৫০০০ ছুঁইছুঁই। এরকম এক অবস্থায় ফের একদফা লকডাউন ঘোষণা করল কেন্দ্র। তবে তা একমাত্র লাগু হবে কনটেনমেন্ট জোনে। ফলে কিছুটা হলেও স্বস্তি পাবেন সাধারণ মানুষ।

আরও পড়ুন-করোনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ দেশে, মৃত ২৫৬

এই দফার লকডাউন নিয়ে একটি গাইডলাইন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেখানে জানানো হয়েছে কোন কোন কর্মকাণ্ড কোন এলাকায় চালু থাকবে আর কোন কাজ কোন এলাকায় চলবে না।

যেসব এলাকা কনটেনমেন্ট এরিয়া নয় সেখানে

ফেজ-১

# ৮ জুন থেকে মল, রেস্টুরেন্ট খুলবে।

# ধর্মীয়স্থান, হোটেল, রেস্টুরেন্ট খুলবে।

# এনিয়ে প্রয়োজনীয় আচরণবিধি লাগু করবে স্বাস্থ্যমন্ত্রক।

# রাতের কার্ফু জারি থাকবে রাত নটা থেকে সকাল ৫টা পর্যন্ত।

ফেজ-২

# স্কুল, কলেজ, ট্রেনিং সেন্টার, কোচিং সেন্টার রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা করে খুলবে। শিক্ষক, অভিভাবকেদর মতামত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

ফেজ-৩

# পরিস্থিতি বুঝে আন্তর্জাতিক বিমান, জিম, মেট্রো, সিনেমা হল খুলবে।

আরও পড়ুন-১ জুন দেশে ঢুকে পড়বে বর্ষা, জানিয়ে দিল মৌসম ভবন

কনটেনমেন্ট এলাকায়

# ৩০ জুন পর্যন্ত লকডাউন জারি থাকবে।

# জেলাপ্রশাসন কনটেনমেন্ট জোন ঠিক চিহ্নিত করবে।

# কনটেন্টমেন্ট জোনের বাইরে বাইরে বাফার জোন চিহ্নিত করতে হবে রাজ্যকে। যেখানে আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে সেটাই বাফার জোন।

# কন্ট্যাক্ট ট্রেস করার প্রক্রিয়া জারি থাকবে।

# কনটেনমেন্ট জোনে ঢোকা ও বের হওয়ার বিধিনিষেধ থাকবে।

# অতি প্রয়োজনীয় ছাড়া কোনও কিছু খোলা থাকবে না।

.