কনটেনমেন্ট জোনে ৩০ জুন পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ, বাকি এলাকায় ধাপে ধাপে খুলবে সবকিছু

খুলবে মল, দোকান, অফিস কাচারি। এখন প্রশ্ন আপনি কনটেইনমেন্ট জোনে থাকেন কিন

Updated By: May 30, 2020, 08:26 PM IST
কনটেনমেন্ট জোনে ৩০ জুন পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ, বাকি এলাকায় ধাপে ধাপে খুলবে সবকিছু

নিজস্ব প্রতিবেদন: জল্পনা ছিল ৩১ মে-র পর ফের ২ সপ্তাহের জন্য বাড়ানো হতে পারে লকডাউনের মেয়াদ। কিন্তু আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, লকডাউন থাকবে ৩০ জুন পর্যন্ত। দেওয়া হয়েছে নতুন গাইডলাইনও।

লকডাউনের মেয়াদ বাড়ছে বটে তবে সাধারণ মানুষকে স্বস্তি দিতে আগামী এক মাস কনটেনমেন্ট জোনের বাইরের এলাকায় সব পরিষেবাই শুরু হবে ধাপে ধাপে। খুলবে মল, দোকান, অফিস। অর্থাত্ কনটেনমেন্ট জোনেই বাড়ল লকডাউনের মেয়াদ। এখন প্রশ্ন আপনি কনটেনমেন্ট জোনে থাকেন কিনা।

আরও পড়ুন-পাক মাটিতেই প্রাণ নিয়ে লুকোচুরি খেলছে হিজবুল প্রধান, আতঙ্কে কাশ্মীরের জঙ্গিরাও

স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইনে বলা হয়েছে

#  ৮ জুন থেকে খুলে যাবে সব ধর্মীয় প্রতিষ্ঠান, মল, বাজার, হোটেল ও হসপিটালিটি সেক্টর। তবে কনটেনমেন্ট জোনে এই নিয়ম খাটবে না।

# লকডাউন ৫.০ তে বদল হচ্ছে নাইট কার্ফুর নিয়ম। এখন সন্ধে ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোথাও যাওয়া যায় না। লকডাউন ৫.০ তে তা হবে রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত।

# রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বিস্তারিত আলোচনা করেই এই গাইডলাইন তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।

# কনটেনমেন্ট জোনের বাইরে সবকিছু খুলবে তবে তা ধাপে ধাপে।

# রাজ্যগুলির সঙ্গে কথা বলে জুলাই মাসে স্কুল, কলেজ খোলার ব্যাপারে সিদ্ধান্ত হবে।

আরও পড়ুন-'কেমন আছো? চিন্তা হচ্ছে!' করোনা আক্রান্ত সুজিত বসুকে ফোন করলেন আশা ভোঁসলে

# পরিস্থিতি বুঝে আন্তর্জাতিক বিমান পরিষেবা, মেট্রো, সিনেমা, জিন, সুইমিং পুল খোলার সিদ্ধান্ত হবে।

# সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক সমাবেশ বন্ধই থাকবে।

# কনটেমেন্ট জোনগুলিতে ৩০ জুন পর্যন্ত একমাত্র অত্যাবর্ষকীয় কাজকর্মই চালু থাকবে। ঢোকা ও বের হওয়ায় নিষেধাজ্ঞা জারি থাকবে। কন্টাক্ট খুঁজে বের করার সময়ে ঘরে ঘরে নজরদারি চলবে।

# রাজ্যে মধ্যে বা রাজ্যের বাইরে যাত্রী ও পণ্য চলাচলে কোনও বাধা থাকবে না।

করোনাভাইরাসের সংক্রমণ থামাতে গত ২৪ মার্চ থেকে লকডাউন চালু হয়েছিল দেশজুড়ে। ধাপে থাপে তা পঞ্চম দফায় পৌঁছল। তারপরেও এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১,৭৩,৭৬২ জন। মৃতের সংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি। সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্র। পরিযায়ী শ্রমিকরা ঘরে ফেরায় পরিস্থিতির অবণতি হয়েছে বলেও কোনও কোনও মহলের অভিযোগ।

.