9 August 2023, 12:45 PM
রাহুল গান্ধী: 'রাবণ দুজনের কথা শুনত মেঘনাদ এবং কুম্ভকর্ণ। সেরকম মোদী দুজনের কথা শোনেন, অমিত শাহ এবং আদানি। লঙ্কা ধ্বংস হনুমান করেনি রাবণের অহংকার করেছিল'।
9 August 2023, 12:45 PM
রাহুল গান্ধী: 'ভারতের সেনা একদিনে মণিপুরে শান্তি ফেরাতে পারে'
9 August 2023, 12:45 PM
রাহুল গান্ধী: 'আপনি আমার মায়ের হত্যা করেছেন মণিপুরে'
9 August 2023, 12:45 PM
রাহুল গান্ধী: 'আপনি ভারত মাতার রক্ষাকর্তা নয়, ভারত্মাতার হত্যাকারী'
9 August 2023, 12:45 PM
রাহুল গান্ধী: 'প্রধানমন্ত্রী মণিপুরে যেতে পারেন না কারণ তিনি সেখানে দেশের হত্যা করেছেন, ভারতমাতার হত্যা করেছেন'
9 August 2023, 12:45 PM
অনাস্থা প্রস্তাবে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেছিলেন যে আগে আমার মধ্যে অহংকার ছিল, কিন্তু ভারত জোড় যাত্রার সময় আমি জানতে পেরেছিলাম যে দেশের কণ্ঠ শুনতে হলে অহং ত্যাগ করতে হবে।
9 August 2023, 12:30 PM
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু রাহুল গান্ধীর বক্তৃতায় বাধা দিয়ে বলেন যে মণিপুর পরিস্থিতির জন্য কংগ্রেস দায়ী
9 August 2023, 12:30 PM
'মহিলাদের কষ্টের কথা শুনতে ছান না?' সংসদে প্রশ্ন রাহুল গান্ধীর
9 August 2023, 12:30 PM
রাহুল গান্ধি: এরা মণিপুরে হিন্দুস্থানের হত্যা করেছেন
9 August 2023, 12:30 PM
রাহুল গান্ধী: 'আমি মণিপুরে গিয়েছি, প্রধানমন্ত্রী যাননি'
9 August 2023, 12:30 PM
তিনি বলেন, ‘কৃষকরা আমায় জানান বিমার টাকা তাঁরা পাননি’।
9 August 2023, 12:30 PM
রাহুল গান্ধী বলেন, ‘এই দেশ একটা আওয়াজ’। তিনি আরও বলেন, ‘ভিড়ের আওয়াজ নয়, আমি তাঁর কথা শুনতাম যে আমার সঙ্গে কথা বলতে আসত। তাদের দুঃখ আমার দুঃখে পরিণত হয়’।
9 August 2023, 12:30 PM
তিনি জানিয়েছেন ভারত জোড়ো যাত্রা এখনও শেষ হয়নি। তিনি বলেন, ‘অহঙ্কার নিয়ে দেখতে বেরিয়েছিলাম ভারতকে’। তিনি জানান, ‘মোদীর জেলে যেতেও প্রস্তুত’।
9 August 2023, 12:30 PM
রাহুল গান্ধী বলেন, ‘বিজেপি বন্ধুদের ভয় পাওয়ার দরকার নেই’। লোকসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী বলেন, ‘আজ বিজেপি বন্ধুদের ভয় পাওয়ার দরকার নেই’। তিনি বলেন, ‘আমার আজকের বক্তৃতা আদানির উপর হবে না। আজ আমি আমার মন থেকে ভাষণ দেব, মাথা থেকে নয়’।
9 August 2023, 12:30 PM
‘প্রথমত, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে (লোকসভার সদস্য হিসাবে) পুনর্বহাল করেছেন,’ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অনাস্থা প্রস্তাবে বক্তৃতা শুরুতেই এই কথা বলেন।