রাজ্য সভায় পেশ হল লোকপাল বিল, হট্টগোলে মুলতুবি অধিবেশন
RS Chairman adjourns the Upper House till 2.30 pm as Opposiion MPs continue to stall proceedings and debate over Lokpal Bill. 12.40 pm: Lokpal Bill tabled in Rajya Sabha MoS V Naraynsamy introduces redrafted Lokpal Bill in Rajya Sabha amid huge uproar.
১২টা ৫০: বেলা ২টো ৩০ পর্যন্ত মুলতুবি রাজ্যসভা
লোকসভা বিলের ওপর আলোচনা চাইছে বিরোধী বেঞ্চ। তুমুল হট্টগোলের জেরে বেলা ২টো ৩০ পর্যন্ত মুলতুবি হয়ে গেল অধিবেশনের কাজ।
১২টা ৪০: রাজ্য সভায় পেশ লোকপাল বিল
রাজ্যসভায় লোকপাল বিল পেশ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামী। তুমুল হট্টগোল সংসদ কক্ষে।
বেলা ১২টা: সংসদের উভয় কক্ষের কাজ ব্যহত। আলোচনার দাবিতে অধিবেশনের কাজে বাধা দেওয়ার চেষ্টা বিরোধী সাংসদের।
১১টা ৪৫: দুপুর পর্যন্ত মুলতুবি লোকসভার অধিবেশন
তেলেঙ্গানা সহ একাধিক ইস্যুতে বিক্ষোভের জেরে দুপুর পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভার অধিবেশন।
১১টা ৪৫: একাধিক যৌন হেনস্থার ঘটনা নিয়ে উত্তাল হয় সংসদ। পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশনের পদ থেকে ইস্তফার দাবি ওঠে বিচারপতি গাঙ্গুলির। দাবি তোলেন বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ।