জমি বিল নিয়ে রাহুল গান্ধীকে বলতে বাধা দিলে ওয়াকআউট করার হুমকি কংগ্রেসের

আজ দ্বিতীয় বাজেট অধিবেশনে জমি অধিগ্রহণ বিল পেশ করার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে উঠল লোকসভা। কংগ্রেস সহ অনান্য বিরোধী দলগুলি বিক্ষোভ দেখাতে শুরু করে। চরম হইহট্টগোল শুরু হয়। 'কিষাণ বাঁচাও, দেশ বাঁচাও' স্লোগান তোলেন বিরোধীরা। স্পিকার বেলা ২টো অবধি সাংসদ স্থগিত রাখার নির্দেশ দেন।

Updated By: Apr 20, 2015, 02:15 PM IST
জমি বিল নিয়ে রাহুল গান্ধীকে বলতে বাধা দিলে ওয়াকআউট করার হুমকি কংগ্রেসের

ওয়েব ডেস্ক: আজ দ্বিতীয় বাজেট অধিবেশনে জমি অধিগ্রহণ বিল পেশ করার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে উঠল লোকসভা। কংগ্রেস সহ অনান্য বিরোধী দলগুলি বিক্ষোভ দেখাতে শুরু করে। চরম হইহট্টগোল শুরু হয়। 'কিষাণ বাঁচাও, দেশ বাঁচাও' স্লোগান তোলেন বিরোধীরা। স্পিকার বেলা ২টো অবধি সাংসদ স্থগিত রাখার নির্দেশ দেন।

> জমি বিল নিয়ে রাহুল গান্ধীকে বলতে বাধা দিলে ওয়াকআউট করার হুমকি বিরোধী।

>আজ সংসদে বিকেল ৪টে নাগাদ বক্তব্য পেশ করার কথা কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর।

> লোকসভা স্পিকার সুমিত্রা মহাজন বলেছেন জমি বিলে কী আছে না যেন কেন বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছেন তা তাঁর বোধগমাই হচ্ছে না।

> ইয়েমেন নিয়ে বক্তৃতা পেশের সময় কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজকে বাধা বিরোধীদের।

> ভারতীয়দের সঙ্গে অনান্য দেশের নাগরিকদেরও যুদ্ধ বিদ্ধস্ত ইয়মেন থেকে সরিয়ে আনতে সক্ষম হয়েছে ভারত।- সুষমা স্বরাজ

> রাজীব প্রতাপ রুড্ডি জমি অধিগ্রহণ বিল পেশ করলেন।

> আমি মুসলিম বিরোধী কোনও মন্তব্য করিনি।- শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।

> সোনিয়া গান্ধীর বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করার জন্য ক্ষমা চাইলেন বিজেপি সাংসদ গিরিরাজ সিং।

 

 

.