বিধানসভায় হামলার প্রতিবাদে দিল্লিতে ধরনায় বামেরা

বিধানসভায় বাম বিধায়কদের ওপর হামলার প্রতিবাদে এবার সর্বভারতীয় মঞ্চে সরব হলেন বামেরা। ঘটনার প্রতিবাদে আজ সংসদ চত্বরে  বিক্ষোভ দেখান বাম সাংসদরা। তাঁদের অভিযোগ, ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে বারবার  ভূলুণ্ঠিত হচ্ছে গণতান্ত্রিক অধিকার। গত কয়েকদিনে রাজ্য বিধানসভার ঘটনায় স্পষ্ট, রাজ্যে ভেঙে পড়েছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা। গতকালই এই মন্তব্য করেছিলেন সীতারাম ইয়েচুরি।

Updated By: Dec 14, 2012, 11:23 AM IST

বিধানসভায় বাম বিধায়কদের ওপর হামলার প্রতিবাদে এবার সর্বভারতীয় মঞ্চে সরব হলেন বামেরা। ঘটনার প্রতিবাদে আজ সংসদ চত্বরে  বিক্ষোভ দেখান বাম সাংসদরা। তাঁদের অভিযোগ, ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে বারবার  ভূলুণ্ঠিত হচ্ছে গণতান্ত্রিক অধিকার। গত কয়েকদিনে রাজ্য বিধানসভার ঘটনায় স্পষ্ট, রাজ্যে ভেঙে পড়েছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা। গতকালই এই মন্তব্য করেছিলেন সীতারাম ইয়েচুরি।
মঙ্গলবার রাজ্য বিধানসভায় শাসক ও বিরোধীপক্ষের বিধায়কদের মধ্যে তুমুল মারপিটের জেরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ,  সেই সময় বাম বিধায়ক দেবলীনা হেমব্রমকে হেনস্থা করেন তৃণমূলের দুই বিধায়ক  বেচারাম মান্না ও চন্দ্রনাথ সিং। দেবলীনা হেমব্রমকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরেক বাম বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জি। মাথা ফেটে যায় তাঁর। এই ঘটনার প্রতিবাদে আজ সংসদের দুই কক্ষের সামনে ধর্নায় বসেন বাম সাংসদেরা।
বামেদের অভিযোগ, শাসকদলের প্রত্যক্ষ মদতে রাজ্যে জাল ছড়িয়েছে চিটফাণ্ড সংস্থাগুলি। বেআইনিভাবে তারা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে।
চিট ফান্ডগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মঙ্গলবার বিধানসভায় সরব হয়েছিলেন বামেরা। যার থেকে সংঘর্ষের সূত্রপাত। ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বামেরা।
বামেদের অভিযোগ, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে ভূলুণ্ঠিত হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার। বিধানসভার ঘটনাও তারই অন্যতম উদাহরণ।

.