লাদাখে উত্তেজনার মধ্যেই প্যাংগং লেকের দক্ষিণে অপটিক্যাল ফাইবার পাততে শুরু করল চিন

 মাসখানেক আগে প্যাংগং লেকের উত্তরেও একই ধরনের কেবল পেতেছে চিন

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Sep 15, 2020, 01:16 PM IST
লাদাখে উত্তেজনার মধ্যেই প্যাংগং লেকের দক্ষিণে অপটিক্যাল ফাইবার পাততে শুরু করল চিন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: প্যাংগং লেককে ঘিরে ভারত-চিন উত্তেজনা যেদিকেই গড়াক না কেন, চুপ করে বসে নেই লাল ফৌজ। সূত্রের খবর, প্যাংগং লেকের দক্ষিণে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজাতে অপটিক্য়াল ফাইবার কেবল পাতছে চিনা সেনা। 

আরও পড়ুন-পথে কত মৃত্যু শ্রমিকের? হিসেব নেই সরকারের জাবদা খাতায়, তাই নেই ক্ষতিপূরণও

পূর্ব লাদাখে চিনের অনুপ্রবেশের চেষ্টা নিয়ে দুদেশের মধ্যে এখনও উত্তেজনা যথেষ্ঠই। এনিয়ে আলোচনাও চলছে দুদেশের মধ্যে। এর মধ্যেই লেকের দক্ষিণে খোঁড়াখুঁড়ি শুরু করেছে পিএলএ। দিল্লিতে সরকারি সূত্রে খবর, এই ধরনের কেবল নির্ভর যোগাযোগ ব্যবস্থা চিনের ফরওয়ার্ড ট্রুপকে অনেকটাই সুবিধে পাইয়ে দেবে।

এদিকে, সপ্তাহ দুয়েক আগে প্যাংগং লেকের দক্ষিণ ও চুশুলে উত্তেজনার পর এখনও কোনও পক্ষই তাদের সেনা ও সামরিক সরঞ্জাম কমায়নি বলে খবর। ফলে পরিস্থিতি উত্তেজকই রয়েছে এখনও। ইতিমধ্যেই চুশুলের একাধিক পাহাড়ি এলাকার দখল নিয়েছে ভারত। এর মধ্যেই চিন হাইস্পিড অপটিক্যাল ফাইবার পাতায় তা চিন্তা বাড়াচ্ছে ভারতের।

আরও পড়ুন-করোনা রুখতে ২৫ সেপ্টেম্বর থেকে ফের একদফা লকডাউন! কী বলল কেন্দ্র

উল্লেখ্য, মাসখানেক আগে প্যাংগং লেকের উত্তরেও একই ধরনের কেবল পেতেছে চিন। এনিয়ে চিনা দূতাবাসের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া য়ায়নি। প্রাক্তন এক সেনা গোয়েন্দা আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওই কেবল চিনের নজরদারি করার ক্ষমতা অনেকটাই বাড়াবে। ওইসব এলাকায় রেডিয়ো সেটে কথা বললেও তা ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা তৈরি হলে সেই সম্ভাবনা একেবারেই নেই।

.