করোনা রুখতে ২৫ সেপ্টেম্বর থেকে ফের একদফা লকডাউন! কী বলল কেন্দ্র
সোশ্যাল মিডিয়ায় রটানো হয়েছিল, ফের একদফা লকডাউনের সুপারিশ করেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর
নিজস্ব প্রতিবেদন: দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পাশাপাশি আনলক ৪ শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটা জল্পনা শুরু হয়েছিল, করোনা সংক্রমণ ঠেকাতে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ফের লকডাউনে যাচ্ছে গোটা দেশ।
আরও পড়ুন-ছোট হোক বা বড়, পাতিপুকুর বাজারে 'জলের দরে' বিকোচ্ছে পদ্মার ইলিশ!
সোমবার ওই জল্পনা উড়িয়ে দিয়েছে কেন্দ্র। প্রেস ইনফরমেশন ব্যুরো-র তরফে জানানো হয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে লকডাউনের যে খবর রটানো হচ্ছে তা মিথ্যে।
সোশ্যাল মিডিয়ায় রটানো হয়েছিল, ফের একদফা লকডাউনের সুপারিশ করেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর(NDMA)। সঙ্গে একটি NDMA-এর সুপারিশের একটি স্ক্রিনশর্টও দিয়ে দেওয়া হয়।
জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের নামে, ওই 'সুপারিশ'-এ লেখা হয়, করোনা সংক্রমণ রুখতে ও মৃত্যুর হার কমাতে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর ও নীতি অয়োগ ফের একদফা ৪৬ দিন লকডাউনের সুপারিশ করেছে। সেই লকডাউন শুরু হচ্ছে ২৫ সেপ্টেম্বর থেকে।
সোশ্যাল মিডিয়ায় ওই ধরনের একটি নির্দেশিকা প্রচার হওয়ার পরই পিআইবি জানিয়ে দেয়, জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের নামে লকডাউনের সুপারিশ বলে যা চালানো হচ্ছে তা মিথ্যে।
আরও পড়ুন-পথে কত মৃত্যু শ্রমিকের? হিসেব নেই সরকারের জাবেদা খাতায়, তাই নেই ক্ষতিপূরণও
Claim: An order purportedly issued by National Disaster Management Authority claims that it has directed the government to re-impose a nationwide #Lockdown from 25th September. #PIBFactCheck: This order is #Fake. @ndmaindia has not issued any such order to re-impose lockdown. pic.twitter.com/J72eeA62zl
— PIB Fact Check (@PIBFactCheck) September 12, 2020
পিআইবি-র ফ্যাক্ট চেক
এক ট্যুইটে পিআইবি জানিয়েছে, 'দাবি: জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর সরকারের কাছে ২৫ সেপ্টেম্বর থেকে ফের লকডাউনের সুপারিশ করেছে।
সত্যি: এরকম কোনও সুপারিশের খবর মিথ্যে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর নতুন করে লকডাউনের কোনও সুপারিশ সরকারের কাছে করেনি। '