সামাজিক দূরত্ব শিকেয় তুলে স্টেশনে ভিড় শ'য়ে শ'য়ে শ্রমিকের, বিজেপি সাংসদ বলছেন 'হতেই পারে'
যখন সারা দেশে হুহু করে ছড়িয়ে পড়ছে নোভেল করোনাভাইরাস। রোজ রেকর্ড সংক্রমণের খবর মিলছে, তখন কি সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা লড়াই কাম্য নয়? প্রশ্ন থেকেই যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদন: উত্তর প্রদেশের আলিগঢ় স্টেশনে সামাজিক দূরত্ব বজায় রাখার কোনও বালাই নেই। শয়ে শয়ে পরিযায়ী শ্রমিক যাঁরা উত্তর প্রদেশ থেকে বিহার ফিরছেন তাঁদের মধ্যে নামমাত্র সামাজিক দূরত্বের চিহ্ন দেখতে মেলনি মঙ্গলবার বিকেলের একটি ভিডিয়োয়।
With unlockdown around for a while why is UP Govt not able to convince labourers to stay? A video from Aligarh railway station via @ndtv pic.twitter.com/3EpkeRuD43
— SirKam (@SirKazam) June 24, 2020
পুলিসের উপস্থিতিতেই যোগীরাজ্যে এভাবেই সামাজিক দূরত্বকে ধোপে টিকল না।
এই ঘটনার সময় স্টেশনে উপস্থিত ছিলেন বিজেপির সাংসদ রাজবীর দিলের। তিনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জনসংখ্য়া বেশি, জায়গা কম। এরকম হতেই পারে। আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। কিন্তু যখন সারা দেশে হুহু করে ছড়িয়ে পড়ছে নোভেল করোনাভাইরাস। রোজ রেকর্ড সংক্রমণের খবর মিলছে, তখন কি সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা লড়াই কাম্য নয়? প্রশ্ন থেকেই যাচ্ছে।
আরও পড়ুন:কেন্দ্রের চাপানো অন্তঃশুল্কেই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম, দেখুন হিসাব
তবে একজন সরকারি উচ্চতর আধিকারিক কুলদেব সিং জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকরা অনেক মালপত্র নিয়ে যাচ্ছেন ও শিশুদের সংখ্য়া বেশি। তাই সমস্যা হচ্ছে। আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি এবং ট্রেনগুলিকে জীবাণুমুক্ত করছি।