BRS | KTR: হঠাৎ ব্রেক, গাড়ির ছাদ থেকে পড়ে গেলেন মন্ত্রী; তারপর...
কেটিআর-এর কার্যালয় জানিয়েছে যে কেটিআর ঘটনার পরে র্যালি আবার শুরু করেন এবং পরে রোডশোর জন্য কোডাঙ্গাল চলে যান। তেলঙ্গানায় ৩০ নভেম্বর বিধানসভা নির্বাচন হবে। এখানে ভোট গণনা হবে অন্যান্য চারটি রাজ্যের সঙ্গেই, ৩ ডিসেম্বর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তেলেঙ্গানার মন্ত্রী এবং ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) কার্যকরী সভাপতি কে.টি. রামা রাও নিজামাবাদ জেলার আরমুর শহরে একটি নির্বাচনী প্রচারের সময় দুর্ঘটনার কবলে পড়েন। জনা গিয়েছে এই ঘটনায় কেটিআর সামান্য আহত হন। এই ঘটনার সময়ে তিনি এবং অন্যান্য বিআরএস নেতারা চালকের হঠাৎ ব্রেক চাপার কারণে প্রচারের গাড়ি থেকে পড়ে যান।
বিআরএস নেতা দলের স্থানীয় সদস্যদের সঙ্গে গাড়ির ছাদে দাঁড়িয়ে ছিলেন। সেই সময়েই হঠাৎ ব্রেক করে গাড়ির চালক। এরপরেই লোহার রেলিং ভেঙে পড়ে। এই ঘটনায় গাড়ির ছাদ থেকে নেতারা মাটিতে পড়ে যান। মন্ত্রীর নিরাপত্তা কর্মীরা দ্রুত তাকে সাহায্য করতে এগিয়ে আসেন। দুর্ঘটনাটি ঘটেছিল যখন কেটিআর এবং অন্যরা রিটার্নিং অফিসারের অফিস পর্যন্ত একটি মিছিলে অংশ নিচ্ছিলেন। সেখানে আরমুরের বিআরএস প্রার্থী, জীবন রেড্ডি তার মনোনয়ন জমা করছিলেন।
#WATCH | Telangana Minister and BRS leader KTR Rao fell down from a vehicle during an election rally in Armoor, Nizamabad district.
More details awaited. pic.twitter.com/FSNREb5bZZ
— ANI (@ANI) November 9, 2023
আরও পড়ুন: Train Accident: ফের দুর্ঘটনা, মোষের ধাক্কায় এবার লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন...
কেটিআর-এর কার্যালয় জানিয়েছে যে কেটিআর ঘটনার পরে র্যালি আবার শুরু করেন এবং পরে রোডশোর জন্য কোডাঙ্গাল চলে যান।
তেলঙ্গানায় ৩০ নভেম্বর বিধানসভা নির্বাচন হবে। এখানে ভোট গণনা হবে অন্যান্য চারটি রাজ্যের সঙ্গেই, ৩ ডিসেম্বর।
আরও পড়ুন: Sampark Kranti Express: ছটফটিয়ে মারা গেলেন যুবক, দেহ নিয়ে ৬০০ কিমি ছুটল 'বেপরোয়া' ট্রেন!
রাজ্যটি এই নির্বাচনে বিজেপি, বিআরএস এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী প্রতিযোগিতার সাক্ষী হতে চলেছে।
২০১৮ সালের আগের বিধানসভা নির্বাচনে, ভারত রাষ্ট্র সমিতি (BRS), যা আগে তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (TRS) নামে পরিচিত ছিল, তারা ১১৯টি আসনের মধ্যে ৮৮টি আসনে জয়লাভ করেছিল। তারা মোট ভোটের ৪৭.৪ শতাংশ ভোট পেয়েছিল। কংগ্রেস মাত্র ১৯টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে ছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)