স্মার্ট সিটির তালিকায় এবার কলকাতার নিউটাউন

স্মার্ট সিটির তালিকায় এবার কলকাতার নিউটাউন। ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে দ্বিতীয় দফায় আজ দেশের ১৩টি শহরকে স্মার্ট সিটি হিসাবে ঘোষণা করল কেন্দ্র। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে নিউটাউনের নাম। তালিকায় শীর্ষে রয়েছে লখনউ। নিরবিচ্ছিন্ন জল ও বিদ্যুত সংযোগ, শৌচালয়, পরিবহণ, তথ্যপ্রযুক্তি সংযোগ, ই-গর্ভন্যান্সসহ বিভিন্ন সুযোগ, সুবিধা পাবেন স্মার্ট সিটির বাসিন্দারা। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আওতায় দেশের ১০০টি শহরকে ২০১৯-২০২০র মধ্যে স্মার্টসিটি হিসাবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রথম বর্ষে ২০০ কোটি টাকা ও পরবর্তী ৩ বছর ১০০ কোটি টাকা করে সংশ্লিষ্ট শহরগুলিকে অনুদান দেবে কেন্দ্র।

Updated By: May 24, 2016, 04:28 PM IST
স্মার্ট সিটির তালিকায় এবার কলকাতার নিউটাউন

ওয়েব ডেস্ক: স্মার্ট সিটির তালিকায় এবার কলকাতার নিউটাউন। ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে দ্বিতীয় দফায় আজ দেশের ১৩টি শহরকে স্মার্ট সিটি হিসাবে ঘোষণা করল কেন্দ্র। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে নিউটাউনের নাম। তালিকায় শীর্ষে রয়েছে লখনউ। নিরবিচ্ছিন্ন জল ও বিদ্যুত সংযোগ, শৌচালয়, পরিবহণ, তথ্যপ্রযুক্তি সংযোগ, ই-গর্ভন্যান্সসহ বিভিন্ন সুযোগ, সুবিধা পাবেন স্মার্ট সিটির বাসিন্দারা। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আওতায় দেশের ১০০টি শহরকে ২০১৯-২০২০র মধ্যে স্মার্টসিটি হিসাবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রথম বর্ষে ২০০ কোটি টাকা ও পরবর্তী ৩ বছর ১০০ কোটি টাকা করে সংশ্লিষ্ট শহরগুলিকে অনুদান দেবে কেন্দ্র।

নিউটাউন ছাড়া অন্য যে ১২টি শহরকে স্মার্ট সিটির তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে, সেগুলি হল, তেলেঙ্গানার ওয়ারেঙ্গেল, হিমাচল প্রদেশের সিমলা, চণ্ডীগড়, ছত্তিশগড়ের রাইপুর, বিহারের ভাগলপুর, গোয়ার পানাজি, আন্দানাম ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার, মণিপুরের ইম্ফল, ঝাড়খণ্ডের রাঁচি, ত্রিপুরার আগরতলা, হরিয়ানার ফরিদাবাদ এবং লখনউ।

এর আগে যেসব শহরগুলিকে স্মার্টসিটি ঘোষণা করা হয়েছিল, সেগুলি হল,

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ- পোর্টব্লেয়ার।

অন্ধ্রপ্রদেশ- বিশাখাপত্তনম, তিরুপতি, কাকিনাড়া।

অরুনাচল প্রদেশ- পাশিঘাট।

আসাম- গুয়াহাটি।

বিহার- মুজাফ্ফরপুর, ভাগলপুর, বিহারশরিফ।

চন্ডীগড়।

ছত্তিশগড়- রাইপুর, বিলাসপুর।

দাদরা ও নগর হাভেলি- সিলভাসা।

দমন ও দিউ- দিউ।

দিল্লি।

গোয়া- পানাজি।

গুজরাট- গান্ধীনগর, আহমেদাবাদ, সুরাট, ভদোদরা, রাজকোট, দাহোদ।

হরিয়ানা- কর্নল, ফরিদাবাদ।

হিমাচল প্রদেশ- ধরমশালা।

ঝাড়খণ্ড- রাঁচি।

কর্নাটক- মেঙ্গালুরু, বেলাগাভি, শিভামোগ্গা, হুব্বাল্লি-ধারওয়াড়, টুমাকুরু, দাভানেগেরে।

কেরল- কোচি।

লাক্ষাদ্বীপ- কাভারাটি।

মধ্যপ্রদেশ- ভোপাল, ইন্দোর, জব্বলপুর, গোয়ালিয়র, সাগর, সাতনা, উজ্জয়িন।

মহারাষ্ট্র- নভি মুম্বই, নাসিক, থানে, গ্রেটার মুম্বই, অমরাবতী, সোলাপুর, নাগপুর, কল্যান-দোম্বিভালি, অওরঙ্গবাদ, পুনে।

মণিপুর- ইম্ফল।

মেঘালয়- শিলং।

মিজোরাম- আইজল।

নাগাল্যান্ড- কোহিমা।

ওড়িশা- ভুবনেশ্বর, রৌরকেল্লা।

পুদুচেরি- আউলগারেট।

পাঞ্জাব- লুধিয়ানা, জলন্ধর, অমৃতসর।

রাজস্থান- জয়পুর, উদয়পুর, কোটা, আজমের।

সিকিম- নামচি।

তামিলনাড়ু- তিরুচিরাপল্লি, চেন্নাই, তিরুপ্পুর, কোয়েম্বাটোর, ভেলোর, সালেম, এরোদে, থাঞ্জাভুর, তিরুনেলভেলি, ডিন্ডিগুল, মাদুরাই, ঠুট্টুকুড়ি।

তেলেঙ্গানা- গ্রেটার হায়দরাবাদ, গ্রেটার ওয়ারেঙ্গেল।

ত্রিপুরা- আগরতলা।

উত্তরপ্রদেশ- মোরাদাবাদ, আলিগড়, সাহারানপুর, বারেলি, ঝাঁসি, কানপুর, এলাহাবাদ, লখনউ, বারানসী, গাজিয়াবাদ, আগ্রা, রামপুর।

উত্তরাখণ্ড- দেরাদুন।

পশ্চিমবঙ্গ- নিউটাউন-কলকাতা, বিধাননগর, দুর্গাপুর, হলদিয়া।

.