নভেম্বরেই চালু হচ্ছে কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস

Updated By: Oct 28, 2017, 04:36 PM IST
নভেম্বরেই চালু হচ্ছে কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদন: বাসের পর এবার কলকাতা ও খুলনার মধ্যে চলবে ট্রেনও। নভেম্বরেই চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস।

চিকিৎসা ও ব্যবসার কাছে কলকাতায় বাংলাদেশি নাগরিকদের ‌যাতায়াত ক্রমশই বাড়ছে। একথা মাথায় রেখেই খোলা হচ্ছে এই নতুন রুট। ট্রেনটি চলবে পেট্রাপোল-বেনেপোল সীমান্ত দিয়ে। সূত্রের খবর, কলকাতা থেকে ট্রেনটি ছাড়বে চিৎপুর টার্মিনাস থেকে। এখানেই হয়ে ‌যাবে ইমিগ্রেশন চেকিং। অন্যদিকে, নথিপত্র খতিয়ে দেখে খুলনা থেকে ট্রেনে উঠবেন যাত্রীরা।

আরও পড়ুন-মুকুলের বিজেপিতে যোগদান নিশ্চিত হতেই স্বস্তি সব শিবিরে

তেমন নড়চড় না হলে ১৬ নভেম্বর চালু হবে বন্ধন এক্সপ্রেস। কলকাতা থেকে খুলনার উদ্দেশ্যে ট্রেনটি ‌যাত্রা শুরু করেবে সকাল ৭.৩০ মিনিটে। অন্যদিকে, খুলনা থেকে ট্রেনটি ছাড়বে বাংলাদেশের সময় দুপুর ১.৩০ মিনিটে।

এর আগে তিনবার কলকাতা-খুলনা ট্রেন চালানোর চেষ্টা করা হয়। কিন্তু তা শেষপ‌র্যন্ত হয়ে ওঠেনি। এবার তা চালু হলে অনেক সস্তায় দুদেশের নাগরিকরা ‌যাতায়াত করতে পারবেন। ট্রেনটি দমদম – বনগাঁ – পেট্রাপোল – বেনাপোল – ঝিকরগাছা – যশোর হয়ে খুলনা যাবে ট্রেনটি।

আরও পড়ুন-সুন্দরবনে জলদস্যুদের জাহাজ অপহরণের ছক বানচাল করল পুলিস

.