অমিত শাহর কাছে দলবিরোধী কাজের প্রমাণ চাইলেন কীর্তি আজাদ

অমিত শাহর কাছে দলবিরোধী কাজের প্রমাণ চাইলেন কীর্তি আজাদ। ডিডিসিএ কেলেঙ্কারি দলের বিষয় নয় বলেও দাবি করেছেন তিনি। গোটা ঘটনায় অসন্তুষ্ট

Updated By: Dec 25, 2015, 08:58 PM IST
অমিত শাহর কাছে দলবিরোধী কাজের প্রমাণ চাইলেন কীর্তি আজাদ

ওয়েব ডেস্ক: অমিত শাহর কাছে দলবিরোধী কাজের প্রমাণ চাইলেন কীর্তি আজাদ। ডিডিসিএ কেলেঙ্কারি দলের বিষয় নয় বলেও দাবি করেছেন তিনি। গোটা ঘটনায় অসন্তুষ্ট
সঙ্ঘ। বিজেপি সংসদীয় বোর্ড কীর্তিকে সাসপেন্ড করায় সমস্যা বেড়েছে বলেই মনে করছে আরএসএস। দলবিরোধী কাজের অভিযোগে বুধবার কীর্তি আজাদকে সাসপেন্ড করে বিজেপি। শুক্রবার, দলীয় সভাপতি অমিত শাহকে চিঠি দিলেন কীর্তি। কীর্তি লিখেছেন, তাঁর কোন কাজ দলবিরোধী, এ নিয়ে কী প্রমাণ আছে, সেসবই যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে দেওয়া হোক যাতে তিনি উত্তর দিতে পারেন। সাসপেনশনের চিঠিতে ডিডিসিএ কেলেঙ্কারির উল্লেখ ছিল না। চিঠিতে ডিডিসিএ নিয়ে কোনও কথা না থাকায় তিনি ধরে নিচ্ছেন, দলের এ নিয়ে কিছু করার নেই। এবং এটা দলের বিষয়ও নয়। নিজেকে দলের একনিষ্ঠ সৈনিক বলে দাবি করার পাশাপাশি কংগ্রেস ও আপের সঙ্গে তলায় তলায় সম্পর্ক রাখার অভিযোগ উড়িয়ে দিয়েছেন কীর্তি। তাঁর এই চিঠির
পর মোদী-শাহ জুটির বিরুদ্ধে আডবাণী শিবিরের চাপ আরও বাড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ডিডিসিএ ইস্যুতে বিজেপির পদক্ষেপে আডবাণী শিবিরের মতোই ক্ষুব্ধ আরএসএস।সঙ্ঘের অন্দরের খবর, নেতারা মনে করছেন, আম আদমি পার্টির চাপে ভেঙে পড়েছে বিজেপি। গত আট বছর ধরে অরুণ জেটলির সঙ্গে কীর্তি আজাদের বিরোধ চলছে। দলের সভাপতিদের তা মিটিয়ে ফেলা উচিত ছিল। কীর্তি আজাদকে সাসপেন্ড করে সমস্যা আরও বাড়িয়ে তোলা হয়েছে।

.