কিরণ রেড্ডির দলের নির্বাচনী প্রতীক `চটি`
অন্ধ্রভাগের বিপক্ষে গিয়ে কংগ্রেস ছেড়েছেন অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি। নতুন দল, জয় সময়কিয়ান্ধ্র পার্টি তৈরি করেছেন। রবিবার নতুন দলের নির্বাচনী প্রতীক সামনে আনলেন কিরণকুমার রেড্ডি। তাঁর দলের প্রতীক চটি।
অন্ধ্রভাগের বিপক্ষে গিয়ে কংগ্রেস ছেড়েছেন অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি। নতুন দল, জয় সময়কিয়ান্ধ্র পার্টি তৈরি করেছেন। রবিবার নতুন দলের নির্বাচনী প্রতীক সামনে আনলেন কিরণকুমার রেড্ডি। তাঁর দলের প্রতীক চটি। কারণ হিসেবে প্রাক্তন এই কংগ্রেস নেতার অনুগামীরা বলছেন, চটি যেমন একজনের ওজন বহন করে, তেমনই তাঁকে রক্ষাও করে। অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য, তাঁর দল যুব এবং কর্মীদের দল। এই দলের অনুপ্রেরণা তাঁরা নিজেরাই।
চটি চিহ্ণ নিয়ে কিরণ কুমার নিজে এবারের লোকসভা ভোটে দাড়াতে চলেছেন। তাঁর দাবি, কংগ্রেস, বিজেপি নয় এবার অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় আসবে জয় সময়কিয়ান্ধ্র।