আধ লাখি চশমা পরলেন কেরলেন বাম নেতা
বামপন্থী দলের নেতার ৫০,০০০ টাকার চশমা নিয়ে উঠছে প্রশ্ন।
নিজস্ব প্রতিবেদন: ২৮ হাজার টাকার চশমা পড়ে বিতর্কের মুখে পড়েছিলেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলাজা। এবার ৫০ হাজারি চশমা পরলেন বিধানসভার স্পিকার পি শ্রীরামকৃষ্ণন।
তথ্যের অধিকার আইনে জানা গিয়েছে, প্রায় ৫০ হাজার টাকার চমশা পরেন শ্রীরামকৃষ্ণন। তাঁর চশমার কাঁচের দাম ৪৫ হাজার টাকা ও ফ্রেমের দাম ৪,৯০০ টাকা। রাজ্যের কোষাগার থেকে পুরো খরচ মেটানো হয়েছে।
আরও পড়ুন- কোটায় চাকরি পাওয়া ১১,৭০০ সরকারি কর্মীকে ছাঁটাই করতে চলেছে মহারাষ্ট্র সরকার
সর্বহারা বামপন্থী দলে বিলাসবৈভব থেকে দূরে থাকাই নীতি। সেখানে কেরলে বাম নেতানেত্রীদের একাংশের বিলাসিতা নিয়ে প্রশ্ন উঠছে। শ্রীরামকৃষ্ণনের অবশ্য সাফাই,''সাধারণ চশমায় আমার বিধানসভায় সব দিকে তাকাতে অসুবিধা হয়। সিঁড়ি দিয়ে উঠতেও সমস্যা পড়েছি। ভাল চশমা নিতে পরামর্শ দিয়েছিলেন চিকিত্সক।
আরও পড়ুন- বিজেপি-টিডিপি জোট অক্ষত, রাজ্যের বরাদ্দ বৃদ্ধির দাবিতে চাপ
তথ্য জানার অধিকার আইনে আবেদনকারী ভি বিনুর কথায়, ''সকলের মেডিক্যাল বিল খতিয়ে দেখে অনুমোদন দেন স্পিকার। অথচ তিনি নিজেই করদাতাদের টাকার অপব্যবহার করছেন।''