কেরলের শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে চুড়িদার পরে ঢোকা যাবে না : কেরল হাইকোর্ট

কেরলের শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে  মহিলারা আর চুড়িদার পরে প্রার্থনা করতে পারবেন না বলে জানিয়ে দিল কেরল হাইকোর্ট।

Updated By: Dec 8, 2016, 10:44 PM IST
কেরলের শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে চুড়িদার পরে ঢোকা যাবে না : কেরল হাইকোর্ট

ওয়েব ডেস্ক: কেরলের শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে  মহিলারা আর চুড়িদার পরে প্রার্থনা করতে পারবেন না বলে জানিয়ে দিল কেরল হাইকোর্ট।

শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে চিরাচরিত শাড়ি পরে প্রার্থনা করার চিরাচরিত রেওয়াজকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন রিয়া রাজি নামক এক মহিলা আইনজীবী। ওই মামলার প্রেক্ষিতে কোর্ট গত মাসে মন্দিরের এক্সিকিউটিভ অফিসার কেএন সতীশকে মন্দিরের ভিতর মহিলাদের পোশাকের বিষয়ে সব পক্ষের সঙ্গে কথা বলে আদালতে তাদের মতামত জানাতে নির্দেশ দেন। গত ২৮শে নভেম্বর কেএন সতীশ মহামান্য কেরল হাইকোর্টকে জানায় যে, মহিলারা শাড়ির পাশাপাশি চুড়িদারও পড়তে পারেন।

আরও পড়ুন- একগুচ্ছ 'সরকারি অফার' দিয়ে জেটলির ঘোষণা 'গো ডিজিটাল'

এই ঘটনার পর দিনই বেশ কিছু হিন্দু সংগঠন এই সিদ্ধান্তের বিরোধীতা করে জানায় যে, এতে শ্রী পদ্মনাভস্বামী মন্দিরের ঐতিহ্যে আঘাত লেগেছে। তারপর, বেশকিছু মহিলা চুড়িদার পরে মন্দিরে প্রবেশ করলে তাঁদের বাধা দেওয়া হয়। এবং কেএন সতীশ তখন বাধা প্রদানকারী প্রতিবাদীদের আদালতে আর্জি জানাতে বলেন।

প্রসঙ্গত, কয়েক বছর আগে কেরলেরই শ্রীকৃষ্ণ মন্দিরে মহিলাদের চুড়িদার পরে প্রবেশের বিষয়ে সম্মতি জানানো হয়েছে।

আরও পড়ুন-  তল্লাশি অভিযান চালিয়ে মিলল ৭০ কোটি টাকার নতুন নোট, ১০০ কিলো সোনা

.