WATCH | IND vs AUS: ফলো-অনের লজ্জা ঢেকেই বিরাট-গম্ভীরের উদযাপন! চতুর্থ দিনের শেষে ১৯৩ রানে পিছিয়ে ভারত
Virat Kohli And Gautam Gambhir: ফলো-অনের লজ্জা ঢেকেই ভারতীয় দলের উদযাপন, যে দৃশ্য় দেখে চমকে গিয়েছে নেটপাড়া
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যাডিলেড ওভালে মাত্র আড়াই দিনে অস্ট্রেলিয়া খেলা শেষ করে দিয়েছিল। গোলাপি বলে দিন-রাতের টেস্ট ১০ উইকেটে জিতে, অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা ফিরিয়ে এনেছে। ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু হয়েছে সিরিজের তৃতীয় টেস্ট। ব্রিসবেনে জেতা থেকে বহু দূরে ভারতের অবস্থান।
এর মধ্য়েই এমন এক ঘটনা ঘটে গিয়েছে, যা দেখে নেটপাড়া থ হয়ে গিয়েছে! আকাশ দীপ ও জসপ্রীত বুমরা মিলে মঙ্গলবার ফলো-অন বাঁচাতেই, গৌতম গম্ভীর ও বিরাট কোহলি মিলে, যে উদযাপনটাই না করলেন, তা দেখলে মনে হবে ভারত ব্রিসবেন টেস্টই জিতে গিয়েছে! অনেকের মনে এই প্রশ্নও উঠতে পারে যে, ভারত কি টেস্ট জেতার উদ্দেশ্য়ে খেলতে নেমেছিল না ফলো-অন বাঁচাতে! কে বলবে এই দলটা শেষ চারবারের বর্ডার-গাভাসকর ট্রফির বিজয়ী!
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৪৪৫ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৫২ রানে। ফলো-অন বাঁচাতে হলে ভারতকে ২৪৬ রান করতেই হত। আর সেই কাজটা বুমরা-আকাশদীপের শেষ উইকেটে ৩৯ রানের যুগলবন্দিতে তা সম্ভব হয়েছে। কেএল রাহুল (৮৪) ও রবীন্দ্র জাদেজা (৭৭) ছাড়া আর কোনও নাম করা তারকা কিসসু করতে পারেননি ব্রিসবেনে।
যশস্বী জয়সওয়াল (৪) শুভমন গিল (১), বিরাট কোহলি (৩), ঋষভ পন্থ (৯), রোহিত শর্মাদের (১০) ফ্লপ শোয়ে ভারতীয় ব্যাটারদের কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে। খারাপ আলোয় চতুর্থ দিনের খেলা অনেকটা আগেই শেষ হয়েছে ভারতের। তবে বক্সিং ডে টেস্টের আগে ভারত যদি ১৮০ ডিগ্রি ঘুরতে না পারে তাহলে কপালে আরও দুঃখ আছে!