ধর্ম গুরুতে "হ্যা' বিজেপির, ইমামে "না' আম আদমির
দিল্লি ভোটে দলের অসাম্প্রদায়িক ভাবমূর্তিকে তুলে ধরার মরিয়া চেষ্টায় আপ। শাহি ইমামের সমর্থন কে প্রত্যাখ্যান করল আম আদমি পার্টি। ভোটের রাজনীতিতে এমন বিরল ঘটনা আর একটাও
নেই। বিজেপি ইতিমধ্যেই গুরু গুরমিত রাম রহিমর দোস্তিতে ১৫ লাখ ভোটার কে নিজের পকেটে পুরেছে। আপ তখন শাহিদ আহমেদ বুখারি কে ফিরিয়ে দিয়ে অসাম্প্রদায়িকতার যে বার্তা দিল, তা
ভারতের রাজনীতিতে বিরল নজির।
আপ নেতা আশিস কেতনের মন্তব্য, "আমরা শাহি ইমামের সমর্থন চাই না। ধর্ম নিয়ে রাজনীতিকে আআপ সমর্থন করে না। আপ ধর্মের রাজনিতিকে বন্ধ করবে'। আপের যুক্তি, শাহি ইমাম বুখারি
পাক প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ পাঠায়, কিন্তু ভারতের পি এম থেকে যান উপেক্ষিতই। এই ধরনের সাম্প্রদায়িক মনভাবকে কোনওভাবে প্রশ্রয় দেব না আপ।
শুক্রবার শাহি ইমামের সমর্থনকে প্রত্যাহার করে কার্যত বিজেপিকে এক হাত নিলেন কেজরিওয়ালের দল। দিল্লির মানুষের কাছে বিজেপির সাম্প্রদায়িক মনোভাবের বিরুদ্ধে মাস্টারস্ট্রোক দিল আম
আদমি।
বিজেপি নেতা অরুন জেটলি কৌশলগত ভাবেই ধর্ম প্রসঙ্গকে এড়িয়ে গিয়েছেন। তাঁর মন্তব্য, "দিল্লির ভোট আদতে শাসন পরিচালনা বনাম অরাজকতার লড়াই। ৪৯ দিনের আপ সরকার দিল্লি
মানুষের কাছে দুঃস্বপ্ন'।
শাহি ইমাম বুখারি অবশ্য নিমন্ত্রণের বিষয়কে ব্যাক্তিগত সম্পর্ক হিসেবেই দেখছেন। "পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে আমার ব্যাক্তিগত সম্পর্কের কারণেই, তাকে আমন্ত্রণ
জানিয়েছি। আমি কাকে নিমন্ত্রণ করব, এটা একান্ত আমার ব্যাক্তিগত', মন্তব্য বুখারির।