'শিশুরা হিন্দু-মুসলিম হয় না', পকসো সংশোধনী অনুমোদনের পর বললেন কাঠুয়া নির্যাতিতার বাবা

১২ বছরের নীচে নাবালিকাকে ধর্ষণে মৃত্যুদণ্ডের সুপারিশ করে অর্ডিন্যান্সে অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। 

Updated By: Apr 21, 2018, 09:02 PM IST
'শিশুরা হিন্দু-মুসলিম হয় না', পকসো সংশোধনী অনুমোদনের পর বললেন কাঠুয়া নির্যাতিতার বাবা

নিজস্ব প্রতিবেদন: জম্মুর কাঠুয়ার ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। শিশু ধর্ষণে অপরাধীদের কড়া শাস্তি দিতে পকসো আইনের সংশোধনী অর্ডিন্যান্সে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আট বছরের কাঠুয়া শিশুর বাবার আশা, কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের জেরে দোষীদের কঠোর শাস্তি সুনিশ্চিত হবে।

শিশুর বাবার কথায়, ''আমরা সাধারণ মানুষ। কেন্দ্রের সিদ্ধান্তের খুঁটিনাটি মাথায় ঢোকে না। আমি বিচার পাব বলে আশাবাদী।'' এর পাশাপাশি যেভাবে ঘটনাটিকে ধর্মীয় রং দেওয়া হয়েছে, তা নিয়েও আক্ষেপ করেছেন শিশুটির বাবা। তিনি বলেন, ''শিশুর কোনও ধর্ম হয় না। এর মধ্যে হিন্দু-মুসলিম বলে কিছু নেই।''

শনিবারই ১২ বছরের নীচে নাবালিকাকে ধর্ষণে মৃত্যুদণ্ডের সুপারিশ করে অর্ডিন্যান্সে অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। 

আরও পড়ুন- সরকারি আবাস ও এসইউভি-র আবদার প্রাক্তন 'গরিব' মুখ্যমন্ত্রী মানিকের

.