ভিডিয়ো:'কাশ্মীর বনেগা হিন্দুস্তান', ইমরানের সামনেই জনতার স্লোগান, ওটাও যাবে, খোঁচা নেটিজেনদের

কাশ্মীরিদের পাশে দাঁড়াতে গিয়ে ব্যুমেরাং। ইমরানকে কটাক্ষ নেটিজেনদের।  

Updated By: Sep 15, 2019, 07:22 PM IST
ভিডিয়ো:'কাশ্মীর বনেগা হিন্দুস্তান', ইমরানের সামনেই জনতার স্লোগান, ওটাও যাবে, খোঁচা নেটিজেনদের

নিজস্ব প্রতিবেদন: পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে সভা করে ভারতের কাশ্মীর নিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করেছিলেন ইমরান খান। কিন্তু শুনতে হল, গো নিয়াজি গো। শুধু তাই নয়, ইমরান খানের বক্তব্যের সময় আওয়াজ উঠল, কাশ্মীর বনেগা হিন্দুস্তান।        

কাশ্মীর থেকে ভারত সরকারের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন ইমরান খান। নানা ভাবে ভারতের উপরে চাপ সৃষ্টির চেষ্টা করেছেন। কিন্তু কিছুতেই লাভ হয়নি। আন্তর্জাতিকস্তরে মুখ পুড়েছে তাঁর। অগত্যা পাক অধিকৃত কাশ্মীরে সভা করে হাতে বন্দুক তুলে নেওয়ার বার্তা দিলেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন পাক অধিকৃত কাশ্মীরের মুফফরাবাদের সভা থেকে উস্কানি দিচ্ছে, ঠিক তখনই স্লোগান উঠছে, 'কাশ্মীর বনেগা হিন্দুস্তান।' কখনও আবার জনতা বলছে, গো নিয়াজি গো। 

পাকিস্তান প্রধানমন্ত্রী এমন বেকায়দায় পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে কটাক্ষের ঝড়। নেটিজেনরা বলছেন, এবার পাক অধিকৃত কাশ্মীরও হাতছাড়া হবে। কেউ লিখেছেন,  

দীর্ঘদিন ধরেই পাক অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট করেছেন, কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা হবে না। এবার পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে। বস্তুত, পাক অধিকৃত কাশ্মীরিদের অবস্থা অত্যন্ত বেহাল। স্বচ্ছল জীবনধারণের সুযোগটুকু নেই। 

বলে রাখি, শুক্রবার পাক অধিকৃত কাশ্মীরে ইমরান বলেছিলেন,''বন্দুক হাতে তুলে নেওয়ার সময় চলে এসেছে। মোদীকে বলতে চাই, কাপুরুষই এমন কাজ করতে পারে। ৪০দিন ধরে থমকে রয়েছে কাশ্মীর। মানবিকতা থাকলে এমনটা করতে পারতেন না।'' গত এক মাসে এনিয়ে তৃতীয়বার পাক অধিকৃত কাশ্মীরে পা রাখলেন ইমরান খান। 

আরও পড়ুন- ভিডিয়ো: কাশ্মীরে সীমান্তে গোলাগুলি পাকিস্তানের, শিশুদের উদ্ধার করল ভারতীয় সেনা

 

.