এবার লকডাউন কর্ণাটকেও, ছাড় নিত্য প্রয়োজনীয় দ্রব্যে

আপাতত ১৪ দিনের কোভিড কার্ফু। 

Updated By: Apr 26, 2021, 06:43 PM IST
এবার লকডাউন কর্ণাটকেও, ছাড় নিত্য প্রয়োজনীয় দ্রব্যে

নিজস্ব প্রতিবেদন: কোভিড-পর্বে দিকে দিকে লকডাউনের চোখরাঙানি। এবার লকডাউন ঘোষিত হল কর্ণাটকে। 

সোমবার Karnataka government 14-day lockdown ঘোষণা করল। শুধুমাত্র কিছু essential services খোলা থাকবে। মঙ্গলবার রাত ৯টা থেকে এই লকডাউন শুরু হবে। মে মাসের ১০ তারিখ পর্যন্ত এই লকডাউন থাকবে। 

আরও পড়ুন: COVID-র দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী কমিশন, খুনের মামলা করা উচিত: মাদ্রাজ হাইকোর্ট

Karnataka chief minister BS Yediyurappa বলেছেন, সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে। দশটা বেজে গেলে দোকানপাট (shops) বন্ধ করে দিতে হবে। Construction, Manufacturing এবং Agriculture সংক্রান্ত ব্যবসাপত্র খোলা থাকবে। সব চেয়ে বড় কথা public transport-ও বন্ধ থাকবে।

কর্ণাটকের chief minister আরও জানান, Covid-19 situation যদি ভাল না হয় তবে এই Covid curfew আগামী দিনে আরও বাড়বে। 

আরও পড়ুন: বাবার দেহ গাড়ির ছাদে বেঁধে শ্মশানে নিয়ে গেল ছেলে!

.