কর্ণাটকে দরগা থেকে মন্দির ঘুরলেন রাহুল গান্ধী

নির্বাচনের আগে ইশ্বরের ভরসায় রাহুল গান্ধী। 

Updated By: May 9, 2018, 11:17 PM IST
কর্ণাটকে দরগা থেকে মন্দির ঘুরলেন রাহুল গান্ধী

নিজস্ব প্রতিবেদন: গুজরাটে নির্বাচনের আগে একের পর এক মন্দিরে দেবদর্শনে গিয়েছিলেন রাহুল গান্ধী। উত্তরপ্রদেশ ও হিমাচলপ্রদেশেও ভোটপ্রচারে সময়ে মন্দিরে প্রার্থনা করেছিলেন। কর্ণাটকে ভোটগ্রহণের প্রাক্কালে সেই ছবির অন্যথা হল না। বুধবার দক্ষিণের এই রাজ্যে দরগা ও মন্দিরে ঘুরলেন কংগ্রেস সভাপতি। 

১২ মে কর্ণাটকে বিধানসভার ভোটগ্রহণ। তার আগে বুধবার মন্দির ও দরগায় প্রার্থনা করলেন রাহুল গান্ধী। প্রথম দর্শন করলেন চিকপেটের ডোড্ডা গণপণি মন্দির। সেখানে হাতজোড় করে প্রার্থনা করেন কংগ্রেস সভাপতি। এরপর তাঁর গন্তব্য ছিল হজরত তাবাক্কল মস্তানের দরগা। সন্ধেয় পৌঁছন স্বামী মন্দিরে রাহুল। 

গুজরাটের সোমনাথ মন্দিরে রাহুল গান্ধীর ধর্মীয় পরিচয় নিয়ে সৃষ্টি হয়েছিল বিতর্ক। মন্দিরের খাতায় রাহুলকে অহিন্দু হিসেবে পরিচয় দিয়েছিলেন কংগ্রেস নেতা। পরে কংগ্রেস জানায়, রাহুল গান্ধী পৈতেধারী হিন্দু।  নিজেকে শিবভক্ত বলেও দাবি করেন কংগ্রেস সভাপতি।

আরও পড়ুন- ''একটা পরিবারের জন্যই প্রধানমন্ত্রীর পদ সংরক্ষিত'', রাহুলকে খোঁচা মোদীর

.