‘সমর্থনের বিনিময়ে মন্ত্রিত্ব দিতে চায় বিজেপি’, দাবি কর্ণাটকের কংগ্রেস বিধায়কের
বিজেপি নেতা কে এস ইশ্বরাপ্পা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘জেডিএস ও কংগ্রেসের কয়েকজন বিধায়কের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে দল। কংগ্রেস ও জেডিএস জোটের জন্য দুই দলের বহু নেতা তাদের দলের উপরে ক্ষুব্ধ। এরাই এখন বিজেপিকে সমর্থন দিতে চান।’
নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে কে সরকার গঠন করবে তা নিয়ে দড়ি টানাটানি তুঙ্গে। ইতিমধ্যেই আসতে শুরু করেছে ঘোড়া কেনাবেচার খবর।
সংবাদমাধ্যমের খবর, দলের ৩৮ বিধায়ককে ধরে রাখতে অন্য রাজ্যে নিয়ে গিয়ে রাখার ব্যবস্থা করছে জেডিএস। এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি করলেন নির্বাচিত কংগ্রেস বিধায়ক আমারেগৌড়া লিঙ্গনাগৌড়া পাটিল। তাঁর দাবি, সমর্থন দেওয়ার বিনিময়ে তাঁকে বিজেপি মন্ত্রী করার আশ্বাস দিয়েছে।
I got a call from the BJP leaders. They said come to us & we'll give a ministry to you. We'll make you a minister. But, I'm going to stay here. HD Kumaraswamy is our Chief Minister: Amaregouda Linganagouda Patil Bayyapur, Congress. #KarnatakaElections2018 pic.twitter.com/BIJYZHV7P7
— ANI (@ANI) May 16, 2018
আরও পড়ুন-রাজ্যের ৫৬৮ বুথে আজ পুনর্নির্বাচন, অশান্তি এড়াতে তত্পর কমিশন
কর্ণাটকে রাজনৈতিক মহলের খবর ছিল, রাজ্যের ৫ কংগ্রেস বিধায়কের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বিজেপি। বুধবার রাজ্য কংগ্রেস সূত্রে খবর, দলের ৪ বিধায়কের সঙ্গে কোনও যোগাযোগই করা যাচ্ছে না। লিঙ্গনাগৌড়া পাটিল সংবাদ মাধ্যমে দাবি করেছেন, ‘সমর্থন দেওয়ার জন্য বিজেপি নেতারা আমাকে ক্রমাগত ফোন করছেন। বলা হচ্ছে মন্ত্রিত্বও দেওয়া হবে। কিন্তু আমি কোথাও যাচ্ছি না।’
আরও পড়ুন-নাটক জমজমাট কর্ণাটকে, ঘর ভাঙার আতঙ্কে ৩৮ বিধায়ককে কোচিতে নিয়ে যাচ্ছে জেডিএস
রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলে ১০৪ আসনে আটকে রয়েছে বিজেপি। একক সংখ্যা গরিষ্ঠতা পেতে গেল তাদের ১১২টি আসন পেতে হবে। এরকম এক অবস্থায় তাদের ওপরে চাপ তৈরি করে দিয়েছে জেডিএস-কংগ্রেস জোট। ফলে দল ভাঙানোর যে একটা চেষ্টা হবে তা একপ্রকার জানাই ছিল।
বিজেপি নেতা কে এস ইশ্বরাপ্পা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘জেডিএস ও কংগ্রেসের কয়েকজন বিধায়কের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে দল। কংগ্রেস ও জেডিএস জোটের জন্য দুই দলের বহু নেতা তাদের দলের উপরে ক্ষুব্ধ। এরাই এখন বিজেপিকে সমর্থন দিতে চান।’