রাজনৈরিক দলগুলিকে একজোটের ডাক কারাটের

শুধুমাত্র নির্বাচনী জোট নয়, বিকল্প নীতির ভিত্তিতে একজোট হতে হবে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ দলগুলিকে। আজ দিল্লিতে চার বাম দলের কনভেনশনে এ কথা বলেন সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট।

Updated By: Jul 1, 2013, 10:11 PM IST

শুধুমাত্র নির্বাচনী জোট নয়, বিকল্প নীতির ভিত্তিতে একজোট হতে হবে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ দলগুলিকে। আজ দিল্লিতে চার বাম দলের কনভেনশনে এ কথা বলেন সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট।
আগামী সাধারণ নির্বাচনে বামেদের অবস্থান ঠিক করতে কনভেনশনের আয়োজন করেছিল চার বামদল। ওই মঞ্চ থেকেই সিপিআইএম, সিপিআই, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের তরফে ১০ দফা বিকল্প কর্মসূচি গৃহীত হয়। কংগ্রেস এবং বিজেপি এই দুই রাজনৈতিক শক্তিই বাস্তবে একই জনবিরোধী নয়া উদারপন্থী নীতি নিয়ে চলছে বলে মন্তব্য করেন প্রকাশ কারাট।

.