পুখরায়া ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৪০ ছাড়াল

পুখরায়া ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪২। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে লাইন থেকে সরিয়ে রুট ক্লিয়ার করার জন্য যুদ্ধকালীন ভিত্তিতে কাজ চলছে। রাতেই একটি স্পেশাল ট্রেন, ইন্দোর-পাটনা এক্সপ্রেসের বাকি যাত্রীদের পাটনা পৌছে দিয়েছে। সাম্প্রতিক অতীতে এটাই সবচেয়ে মর্মান্তিক রেল দুর্ঘটনা। কার গাফিলতিতে এই ঘটনা ঘটল তা খুঁজে বের করতে তদন্ত হবে।  

Updated By: Nov 21, 2016, 11:55 AM IST
পুখরায়া ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৪০ ছাড়াল

ওয়েব ডেস্ক: পুখরায়া ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪২। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে লাইন থেকে সরিয়ে রুট ক্লিয়ার করার জন্য যুদ্ধকালীন ভিত্তিতে কাজ চলছে। রাতেই একটি স্পেশাল ট্রেন, ইন্দোর-পাটনা এক্সপ্রেসের বাকি যাত্রীদের পাটনা পৌছে দিয়েছে। সাম্প্রতিক অতীতে এটাই সবচেয়ে মর্মান্তিক রেল দুর্ঘটনা। কার গাফিলতিতে এই ঘটনা ঘটল তা খুঁজে বের করতে তদন্ত হবে।  

আরও পড়ুন- প্রিয়জনকে হারানোর কান্নায় এখন ভারী পুখরায়ার বাতাস

প্রসঙ্গত, কাল উত্তর প্রদেশে কানপুরের কাছে পুখারিয়ায় লাইনচ্যুত হয় পাটনা-ইন্দোর এক্সপ্রেসের ১৪ টি কামরা। ভোররাত তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই কানপুর ও ঝাঁসি থেকে ঘটনাস্থলে রওনা দেয় মেডিক্যাল টিম। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্তের নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক।

.