চাই বিচার, সুপ্রিম কোর্টের কড়া নাড়ল কামদুনি

শেষপর্যন্ত সুপ্রিম কর্টেই গড়াল কামদুনি মামলা। যে কামদুনি পথে নামাতে বাধ্য করেছিল শহরবাসীকে। ন্যায় বিচারের জন্য দিল্লি পাড়ি দিতেও দ্বিতীয়বার ভাবেনি। সেই কামদুনির আন্দোলন যে দমে যায়নি তা আরও একবার স্পষ্ট হল।

Updated By: Sep 4, 2013, 06:00 PM IST

শেষপর্যন্ত সুপ্রিম কর্টেই গড়াল কামদুনি মামলা। যে কামদুনি পথে নামাতে বাধ্য করেছিল শহরবাসীকে। ন্যায় বিচারের জন্য দিল্লি পাড়ি দিতেও দ্বিতীয়বার ভাবেনি। সেই কামদুনির আন্দোলন যে দমে যায়নি তা আরও একবার স্পষ্ট হল।
কামদুনিকাণ্ডে সিবিআই তদন্তের দাবি আর বরাসত থেকে মামলা স্থানান্তরের চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মানলা দায়ের হল বুধবার। ধর্ষণ করে এক কলেজ ছাত্রীকে খুন করার ঘটনার চার্জশিটে অসঙ্গতির অভিযোগও আনা হয়েছে। কামদুনিকাণ্ড নিয়ে প্রথম থেকেই সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে গোটা গ্রাম। সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলায় সরকারি আইনজীবীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

.