ভোটের মতো সাত দফায় তৃণমূলকে ভাঙব, দিল্লিতে গণ-যোগদান করিয়ে হুঙ্কার কৈলাসের
আগামী দিনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক চলবে বলেও দাবি করেছেন কৈলাস বিজয়বর্গীয়।
নিজস্ব প্রতিবেদন: সাত দফা ভোটের মতো, ৭ দফায় বাংলা থেকে তৃণমূলকে সাফ করার হুঙ্কার দিলেন কৈলাস বিজয়বর্গীয়। দিল্লিতে বিজেপিতে যোগ দেন ৩ বিধায়ক। একইসঙ্গে তিনটি পুরসভার কিয়দংশ কাউন্সিলরও দল ছেড়েছেন।
রাজ্যে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, তৃণমূলের অন্তত ৪০জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। সেই কথা স্মরণ করিয়ে কৈলাস বিজয়বর্গীয় এদিন বলেন,''৪০ বিধায়ক যোগ দিতে চলেছেন বলে বাংলায় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। তারপরে তৃণমূল নেতা ডেরেক বলেছিল,৪০ বিধায়ক তো দূর, কাউন্সিলরও যাবে না। আজ পঞ্চাশেরও বেশি কাউন্সিলর এবং তিন বিধায়ক যোগ দিয়েছেন''।
আগামী দিনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক চলবে বলেও দাবি করেছেন কৈলাস বিজয়বর্গীয়। তাঁর কথায়, ''সাত দফায় ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে। সেভাবেই সাত দফায় চলবে যোগদানের কর্মসূচি। আজ প্রথম দফা। ধীরে ধীরে মমতার স্বৈরতন্ত্র থেকে বেরিয়ে সবাই বিজেপিতে আসবেন। তবে বেছে বেছে লোক নেব''।
Kailash Vijayvargiya, BJP National General Secretary on 3 MLAs and more than 50 Councillors from WB joining BJP: Like the elections were held in seven phases in West Bengal, joinings in BJP will also happen in seven phases. Today was just the first phase. pic.twitter.com/YbYEYK2KwU
— ANI (@ANI) May 28, 2019
তাহলে কি ২০২১ সালে বিধানসভা ভোটের আগে সরকার পড়ে যাবে? কৈলাসের কৌশলী মন্তব্য, মমতার সঙ্গে আমাদের শুভকামনা রয়েছে। ২০২১ পর্যন্ত ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। ২১শেই বিজেপি সরকার হবে। কিন্তু ওনার লোকেরাই যদি ছেড়ে আসেন, আমাদের কোনও দোষ নেই। সকলেই মোদিজির নেতৃত্বে ভরসা রাখছেন। অন্য দল থেকেও আসছেন।
মুকুল রায় আবার এক ধাপ এগিয়ে দাবি করেন, ২০২১ সালে বিধানসভা ভোটের পর বিরোধী দল হওয়ার মতো আসনও থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মুকুলের মুখে এমনটা শুনে হেসে ওঠেন কৈলাস। বলেন, ''বিরোধী দলও থাকবে না!''
আরও পড়ুন- মুন দি-রিয়ার সঙ্গে ছবি তুলে কেষ্ট কাকাকে নকল করতে গিয়ে লবডঙ্কা অনুপম