চুরি গেল কৈলাস সত্যার্থীর নোবেল পদক

আবারও নোবেল চুরি। এবার নোবেল পদক খোয়া গেল শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থীর। জানা যাচ্ছে, নয়াদিল্লির গ্রেটার কৈলাশ এলাকায় তাঁর বাড়ি থেকে বেশ কিছু মূল্যবান সামগ্রীর সঙ্গে চুরি গিয়েছে নোবেল পদকটিও।

Updated By: Feb 7, 2017, 11:07 AM IST
চুরি গেল কৈলাস সত্যার্থীর নোবেল পদক

ওয়েব ডেস্ক: আবারও নোবেল চুরি। এবার নোবেল পদক খোয়া গেল শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থীর। জানা যাচ্ছে, নয়াদিল্লির গ্রেটার কৈলাশ এলাকায় তাঁর বাড়ি থেকে বেশ কিছু মূল্যবান সামগ্রীর সঙ্গে চুরি গিয়েছে নোবেল পদকটিও।

২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত হন কৈলাস সত্যার্থী এবং মালালা ইউসুফজাই। শিশু অধিকার এবং তাদের সুসংহত বিকাশের জন্য লড়াই করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মানিত করা হয় তাঁকে। কৈলাস তাঁর 'বাচপন বাঁচাও আন্দোলন'-এর মাধ্যমে ১৪৪ দেশের ৮৩ হাজার শিশুর অধিকার রক্ষা করার নজির গড়েছেন।

আরও পড়ুন- আকাঙ্ক্ষা হত্যারহস্যের তদন্তে অসহযোগিতার অভিযোগ ভোপাল পুলিসের বিরুদ্ধে

উল্লেখ্য, এর আগে রবীন্দ্রনাথের নোবেল পদক চুরি হয়েছিল বিশ্বভারতী থেকে এবং তা এখনও উদ্ধার হয়নি। কৈলাস সত্যার্থী ভারতের পঞ্চম নোবেল জয়ী এবং মাদার টেরিজার পর একমাত্র নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত।

আরও পড়ুন- সোমবার রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরাখণ্ড সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল

.