উত্তরপ্রদেশের আওরিয়ায় বেলাইন কৈফিয়ত এক্সপ্রেস, আহত ৭৪

Updated By: Aug 23, 2017, 08:51 AM IST
উত্তরপ্রদেশের আওরিয়ায় বেলাইন কৈফিয়ত এক্সপ্রেস, আহত ৭৪

ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশে ফের ট্রেন দুর্ঘটনা। বেলাইন হয়ে গেল কৈফিয়ত এক্সপ্রেস। মুজফ্ফরপুরের পর এবার আওরিয়ায়। পাশের রাস্তা  থেকে ডাম্পার ট্রেনের ওপর পড়াতেই বিপত্তি।  উল্টে গেছে ইঞ্জিন সহ দশটি বগি। ঘটনায় এখনও পর্যন্ত ৭৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে পাতা ও আছলদা স্টেশনের মাঝে চোদ্দ নম্বর রেলগেটের কাছে হঠাতই ট্রেনের ওপর গড়িয়ে পড়ে একটি ডাম্পার। তার জেরেই এই দুর্ঘটনা বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। খবর পেয়েই এলাহাবাদ, কানপুর ও টুন্ডলা থেকে ঘটনাস্থলের দিকে রওনা হয় উদ্ধারকারী ট্রেন। দুর্ঘটনা স্থলে পৌঁছন জেলা প্রশাসনের আধিকারিকরাও। ইতিমধ্যেই শেষ উদ্ধারকাজ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল কর্তৃপক্ষের দাবি, এলএইচবি কোচ হওয়াতেই একটি কামরার ওপর অন্য কামরা উঠে না যাওয়ায় বড়সড় বিপত্তি ঘটেনি। তবে উঠছে প্রশ্ন। কীভাবে রাস্তা থেকে গড়িয়ে ট্রেনের ওপর পড়ল ডাম্পার? তদন্তে রেল। প্রাথমিকভাবে মাটি মাফিয়াদেরই দায়ী করছেন তদন্তকারীরা।

.