ভারতের ৪৬ তম প্রধান বিচারপতি হলেন রঞ্জন গগৈ
সপ্তাহ খানেক আগেই প্রধান বিচারপতি পদে অব্যাহতি চেয়ে বিচারপতি রঞ্জন গগৈ-এর নাম উত্তরসূরি হিসেবে সরকারের কাছে প্রস্তাব করেছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র।
নিজস্ব প্রতিবেদন: ভারতের ৪৬ তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিলেন রঞ্জন গগৈ। বুধবার রাষ্ট্রপতি ভবনের দরবার হলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রধান বিচারপতি পদে শপথগ্রহণ করলেন রঞ্জন গগৈ।
Delhi: Justice Ranjan Gogoi takes oath as the Chief Justice of India (CJI) at Rashtrapati Bhavan. pic.twitter.com/g8d6HsSzgL
— ANI (@ANI) October 3, 2018
সপ্তাহ খানেক আগেই প্রধান বিচারপতি পদে অব্যাহতি চেয়ে বিচারপতি রঞ্জন গগৈ-এর নাম উত্তরসূরি হিসেবে সরকারের কাছে প্রস্তাব করেছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র। মঙ্গলবার অর্থাত্ ২ অক্টোবর ছিল দীপক মিশ্রের শেষ কাজের দিন। কিন্তু ওই দিন জাতীয় ছুটির দিন হওয়ায়, ১ অক্টোবরই অবসর নিয়েছেন বিচারপতি দীপক মিশ্র।
২০১২ সালে সুপ্রিম কোর্টে বিচারপতি পদের দায়িত্ব নেন রঞ্জন গগৈ। ৬৪ বছরের মৃদুভাষী ও কড়া আইনজীবী হিসেবেই তিনি পরিচিত। ২০১৯ সালে ১৭ নভেম্বর পর্যন্ত প্রধানবিচারপতি পদে মেয়াদ থাকছে রঞ্জন গগৈ-এর।
Delhi: Justice Ranjan Gogoi sworn-in as the Chief Justice of India (CJI) at Rashtrapati Bhavan. pic.twitter.com/uvjSEVK16Y
— ANI (@ANI) October 3, 2018
উল্লেখ্য, ২০০১ সালের ২৮ অক্টোবর গুয়াহাটি হাইকোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হন গগৈ। ১০ বছর পর পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি হন তিনি। ২০১১-এর ফেব্রুয়ারিতে ওই হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে উন্নীত হন তিনি। এর দু’মাস পরে শীর্ষ আদালতের বিচারপতি হন।