ভারতের ৪৬ তম প্রধান বিচারপতি হলেন রঞ্জন গগৈ

সপ্তাহ খানেক আগেই প্রধান বিচারপতি পদে অব্যাহতি চেয়ে বিচারপতি রঞ্জন গগৈ-এর নাম উত্তরসূরি হিসেবে সরকারের কাছে প্রস্তাব করেছিলেন  প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র। 

Updated By: Oct 3, 2018, 11:19 AM IST
ভারতের ৪৬ তম প্রধান বিচারপতি হলেন রঞ্জন গগৈ

 নিজস্ব প্রতিবেদন:  ভারতের ৪৬ তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিলেন রঞ্জন গগৈ।   বুধবার রাষ্ট্রপতি ভবনের দরবার হলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের  কাছে প্রধান বিচারপতি পদে শপথগ্রহণ করলেন রঞ্জন গগৈ।

 

সপ্তাহ খানেক আগেই প্রধান বিচারপতি পদে অব্যাহতি চেয়ে বিচারপতি রঞ্জন গগৈ-এর নাম উত্তরসূরি হিসেবে সরকারের কাছে প্রস্তাব করেছিলেন  প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র।  মঙ্গলবার অর্থাত্ ২ অক্টোবর  ছিল দীপক মিশ্রের শেষ কাজের দিন।  কিন্ত‌ু ওই দিন জাতীয় ছুটির দিন হওয়ায়, ১ অক্টোবরই অবসর নিয়েছেন বিচারপতি দীপক মিশ্র।

২০১২ সালে সুপ্রিম কোর্টে বিচারপতি পদের দায়িত্ব নেন রঞ্জন গগৈ।  ৬৪ বছরের মৃদুভাষী ও কড়া আইনজীবী হিসেবেই তিনি পরিচিত। ২০১৯ সালে ১৭  নভেম্বর পর্যন্ত প্রধানবিচারপতি পদে মেয়াদ থাকছে রঞ্জন গগৈ-এর।

উল্লেখ্য, ২০০১ সালের ২৮ অক্টোবর গুয়াহাটি হাইকোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হন গগৈ। ১০ বছর পর পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি হন তিনি। ২০১১-এর ফেব্রুয়ারিতে ওই হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে উন্নীত হন তিনি। এর দু’মাস পরে শীর্ষ আদালতের বিচারপতি হন।

 

 

.