বিধানসভা অধিবেশনে ২ দিন আগেই করোনা পজিটিভ পঞ্জাবের ২৩ বিধায়ক-মন্ত্রী

সংবাদসংস্থা সূত্রে খবর, ২৩ জন করোনা পজিটিভের মধ্যে রয়েছেন ১৩ কংগ্রেস বিধায়ক।

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Aug 26, 2020, 11:45 PM IST
বিধানসভা অধিবেশনে ২ দিন আগেই করোনা পজিটিভ পঞ্জাবের ২৩ বিধায়ক-মন্ত্রী
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: বিধানসভা অধিবেশনের আর মাত্র ২ দিন বাকী। বিধায়ক ও মন্ত্রী মিলিয়ে কোভিড পজিটিভ হলেন রাজ্যের ২৩ জন। ফলে বেকায়দায় পড়ে গিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং।

আরও পড়ুন-লোকাল ট্রেন চালুর ভাবনা, করোনা আবহে যাত্রী সুরক্ষায় একাধিক বিধিনিষেধ শিয়ালদা স্টেশনে 

বুধবার সোনিয়া গান্ধীর সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে যোগ দেন ৭ রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানেই করোনা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে ওই তথ্য জানান পঞ্জাবের মুখ্যমন্ত্রী। তাই এরকম পরিস্থিতিতে JEE-NEET পরীক্ষা নেওয়া উচিত নয় বলে সওয়াল করেন অমরেন্দ্র সিং।

রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের করোনা আক্রান্তের বিষয়ে অমরেন্দ্র পরে এক বিবৃতিতে দেন। সেখানে তিনি বলেন, এই যদি  রাজ্যের বিধায়কদের পরিস্থিতি হয় তাহলে বুঝুন বাস্তবের পরিস্থিতি কীরকম। এরকম অবস্থায় কোনও পরীক্ষা নেওয়া যায় না।

আরও পড়ুন-'বেহালায় স্কুটারে চড়ে ওনাকে রাজনীতি করতে দেখেছি', শোভনের 'প্রশংসায় পঞ্চমুখ' দিলীপ

সংবাদসংস্থা সূত্রে খবর, ২৩ জন করোনা পজিটিভের মধ্যে রয়েছেন ১৩ কংগ্রেস বিধায়ক। ৬ জন শিরোমনি অকালি দলের ও ৩ জন আম আদমি পার্টির। মন্ত্রীদের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন, গুরপ্রীত সিং, সুখবিন্দর সিং রণধাওয়া ও সুন্দর শ্যাম অরোরা। 

.