আড়িপাতা কাণ্ডে লোকসভায় কোমর বেঁধে নামল কংগ্রেস

গড়করির বাড়িতে আড়িপাতা কাণ্ড নিয়ে লোকসভায় সরকারকে কোণঠাসা করতে তত্পর কংগ্রেস। স্পিকারকে প্রশ্নোত্তর পর্বের বাতিলের নোটিস দিল কংগ্রেস সংসদীয় দল। ইতিমধ্যেই আড়িপাতাকাণ্ড নিয়ে  আসরে নেমে প়ডেছে কংগ্রেস। বিজেপি এবং সরকারকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতাকর্মীরা।

Updated By: Jul 30, 2014, 11:56 AM IST
আড়িপাতা কাণ্ডে লোকসভায় কোমর বেঁধে নামল কংগ্রেস

দিল্লি: গড়করির বাড়িতে আড়িপাতা কাণ্ড নিয়ে লোকসভায় সরকারকে কোণঠাসা করতে তত্পর কংগ্রেস। স্পিকারকে প্রশ্নোত্তর পর্বের বাতিলের নোটিস দিল কংগ্রেস সংসদীয় দল। ইতিমধ্যেই আড়িপাতাকাণ্ড নিয়ে  আসরে নেমে প়ডেছে কংগ্রেস। বিজেপি এবং সরকারকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতাকর্মীরা।

আড়িপাতা কাণ্ড নিয়ে কীভাবে লোকসভায় সরকারকে কোণঠাসা করা হবে আজ সকালে তা নিয়ে বৈঠক করে কংগ্রেস সংসদীয় দল। সংসদে অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গেই এ নিয়ে হৈ হট্টগোল শুরু করে দেন কংগ্রেস সাংসদরা। বিক্ষোভের জেরে বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভা। পনের মিনিটের জন্য মুলতুবি করে দেওয়া হয়েছে রাজ্যসভা।

.