প্রকল্প থেকে বাদ প্রধানমন্ত্রীর নাম

জওহরলাল নেহরু জাতীয় নগরোন্নয়ন প্রকল্প থেকে বাদ যাচ্ছে দেশের প্রধানমন্ত্রীর নাম? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সম্ভবত এই জাতীয় প্রকল্প থেকে জওহরলাল নেহরুর নাম বাদ দিতে চলেছে মোদী সরকার। প্রকল্পটির নতুন নামকরণ নিয়ে মোদী সরকার ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বলে জল্পনা।

Updated By: Aug 13, 2014, 11:13 AM IST
প্রকল্প থেকে বাদ প্রধানমন্ত্রীর নাম

নয়াদিল্লি: জওহরলাল নেহরু জাতীয় নগরোন্নয়ন প্রকল্প থেকে বাদ যাচ্ছে দেশের প্রধানমন্ত্রীর নাম? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সম্ভবত এই জাতীয় প্রকল্প থেকে জওহরলাল নেহরুর নাম বাদ দিতে চলেছে মোদী সরকার। প্রকল্পটির নতুন নামকরণ নিয়ে মোদী সরকার ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বলে জল্পনা।

এখানেই শেষ নয়। ইন্দিরা আবাস যোজনা থেকেও বাদ দেওয়া হতে পারে দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রীর নাম। ক্ষমতায় আসার অনেক আগে থেকেই পরিবারতন্ত্রের রাজনীতি নিয়ে সোচ্চার হয়েছিল বিজেপি। মনে করা হচ্ছে স্বাধীনতা দিবসের ভাষণেই জাতীয় প্রকল্পগুলির নতুন নাম ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী।

 

.