জেএনইউ ক্যাম্পাসে আফজল গুরুর সমর্থনে বিক্ষোভের ঘটনায় উত্তাল রাজধানী

জেএনইউ ক্যাম্পাসে আফজল গুরুর সমর্থনে বিক্ষোভের ঘটনায় উত্তাল রাজধানী। এই ইস্যুতে  কড়া অবস্থান নিয়েছে কেন্দ্র। ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতিকে। তাঁকে তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তবে ছাত্রনেতার গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গতকালই রাজনাথ সিং বলেন, রাষ্ট্রদ্রোহিতার কোনও অভিযোগ সামনে আসলে বরদাস্ত করা হবে না। এরপরই গ্রেফতার করা হয় জেএনইউয়ের ছাত্রনেতাকে। রাহুল গান্ধীর তোপ, মোদী সরকারের সঙ্গে মতের মিল না হওয়াতেই রোষের মুখে পড়তে হচ্ছে জেএনইউকে। তোপ দেগেছেন সীতারাম ইয়েচুরিও। তিনি বলেন, যেভাবে ছাত্রনেতাকে গ্রেফতার করা হয়েছে তা জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে।

Updated By: Feb 13, 2016, 09:05 AM IST
 জেএনইউ ক্যাম্পাসে আফজল গুরুর সমর্থনে বিক্ষোভের ঘটনায় উত্তাল রাজধানী

 ওয়েব ডেস্ক: জেএনইউ ক্যাম্পাসে আফজল গুরুর সমর্থনে বিক্ষোভের ঘটনায় উত্তাল রাজধানী। এই ইস্যুতে  কড়া অবস্থান নিয়েছে কেন্দ্র। ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতিকে। তাঁকে তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তবে ছাত্রনেতার গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গতকালই রাজনাথ সিং বলেন, রাষ্ট্রদ্রোহিতার কোনও অভিযোগ সামনে আসলে বরদাস্ত করা হবে না। এরপরই গ্রেফতার করা হয় জেএনইউয়ের ছাত্রনেতাকে। রাহুল গান্ধীর তোপ, মোদী সরকারের সঙ্গে মতের মিল না হওয়াতেই রোষের মুখে পড়তে হচ্ছে জেএনইউকে। তোপ দেগেছেন সীতারাম ইয়েচুরিও। তিনি বলেন, যেভাবে ছাত্রনেতাকে গ্রেফতার করা হয়েছে তা জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে।

.