তামিলনাড়ুতেও আসন্ন বিধানসভা নির্বাচন, একনজরে কিছু তথ্য

দক্ষিণে তামিলনাড়ুতেও আসন্ন বিধানসভা নির্বাচন। এখনও পর্যন্ত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে, সম্ভাব্য মে-জুন মাসেই দক্ষিণ ভারতের এই অঙ্গরাজ্যটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Updated By: Feb 12, 2016, 10:00 PM IST
তামিলনাড়ুতেও আসন্ন বিধানসভা নির্বাচন, একনজরে কিছু তথ্য

ওয়েব ডেস্ক : দক্ষিণে তামিলনাড়ুতেও আসন্ন বিধানসভা নির্বাচন। এখনও পর্যন্ত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে, সম্ভাব্য মে-জুন মাসেই দক্ষিণ ভারতের এই অঙ্গরাজ্যটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

চলুন দেখা যাক, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন সংক্রান্ত কিছু খবর একনজরে-

১) তামিলনাড়ু বিধানসভায় আসন ২৩৪টি। ক্ষমতাসীন পার্টি এআইএডিএমকে। মুখ্যমন্ত্রী জয়ললিতা।

২) স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত তামিলনাড়ুতে ১৪ বার বিধানসভা নির্বাচন হয়েছে।

৩) বিরোধী পিপলস্ ওয়েলফেয়ার ফ্রন্টে রয়েছে এমডিএমকে, সিপিআই ও সিপিআইএম।

৪) তামিলনাড়ুর এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আম আদমি পার্টি। যোগ দিতে পারে PWF-এ।

৫) দুর্নীতি-স্বজনপোষণ, শিল্প, কর্মসংস্থান-বেকারত্ব এবারের নির্বাচনের প্রধান ইস্যু।

৬) নির্বাচন চলাকালীন সফটওয়্যারের মাধ্যমে ব্যাঙ্ক লেনদেন ও মদ বিক্রির উপর নজরদারি চালাবে নির্বাচন কমিশন।

.