জামাত উল মুহাজিদিন বাংলাদেশ (জেএমবি)-কে নিষিদ্ধ করল ভারত সরকার

নির্দেশিকায় ২০১৪ সালের খাগড়াগড় বিস্ফোরণ ও ২০১৮ সালে বুদ্ধগয়া বিস্ফোরণে জেএমবি যুক্ত বলে স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে, এমনটাই জানানো হয়েছে। ফলে জামাত উল মুজাহিদিন বাংলাদেশ ও তার শাখা সংগঠন জামাত উল মুজাহিদিন হিন্দুস্তানকে নিষিদ্ধ করা হচ্ছে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। 

Updated By: May 24, 2019, 07:09 PM IST
জামাত উল মুহাজিদিন বাংলাদেশ (জেএমবি)-কে নিষিদ্ধ করল ভারত সরকার

নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিন বাংলাদেশ বা JMB-কে নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার। শুক্রবার এক নির্দেশিকায় একথা জানানো হয়েছে। 

 

নির্দেশিকা অনুসারে বেআইনি কার্যকলাপরোধী আইন ১৯৬৭ অনুসারে হিংসা ও নাশকতা ছাড়ানোর জন্য নিষিদ্ধ করা হয়েছে জেএমবি-কে। 

ভোটে ভরাডুবির পর প্রথম কোপ, মুকুলপুত্র শুভ্রাংশুকে সাসপেন্ড করল তৃণমূল

নির্দেশিকায় ২০১৪ সালের খাগড়াগড় বিস্ফোরণ ও ২০১৮ সালে বুদ্ধগয়া বিস্ফোরণে জেএমবি যুক্ত বলে স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে, এমনটাই জানানো হয়েছে। ফলে জামাত উল মুজাহিদিন বাংলাদেশ ও তার শাখা সংগঠন জামাত উল মুজাহিদিন হিন্দুস্তানকে নিষিদ্ধ করা হচ্ছে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। 

বলে রাখি, পশ্চিমবঙ্গে গত প্রায় এক দশক ধরে ডালপালা মেলেছে জেএমবি। খাগড়াগড় বিস্ফোরণের পর রাজ্যের একাধিক জেলায় এদের প্রশিক্ষণ কেন্দ্রের খোঁজ মেলে। কলকাতা-সহ গোটা দেশ থেকে গ্রেফতার করা হয় সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত একাধিক জঙ্গিকে। এবার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে সংগঠনটির ওপর রাশ আরও শক্ত করল ভারত সরকার।   

.