জোটের ঘোঁটে এখনও বিশ বাঁও জলে ভূ-স্বর্গের ভবিষ্যৎ

জোটের ঘোটে জম্মু-কাশ্মীরে সরকার গড়ার প্রক্রিয়া এখনও বিশ বাঁও জলে। বিজেপি শিবিরের তত্‍পরতা অব্যাহত। কিন্তু বৃহত্তম দল পিডিপি এখনও অবস্থান স্পষ্ট করেনি।  ন্যাশনাল কনফারেন্স কী করবে, তাও এখনও স্পষ্ট নয়।

Updated By: Dec 26, 2014, 10:31 PM IST
জোটের ঘোঁটে এখনও বিশ বাঁও জলে ভূ-স্বর্গের ভবিষ্যৎ

শ্রীনগর: জোটের ঘোটে জম্মু-কাশ্মীরে সরকার গড়ার প্রক্রিয়া এখনও বিশ বাঁও জলে। বিজেপি শিবিরের তত্‍পরতা অব্যাহত। কিন্তু বৃহত্তম দল পিডিপি এখনও অবস্থান স্পষ্ট করেনি।  ন্যাশনাল কনফারেন্স কী করবে, তাও এখনও স্পষ্ট নয়।

জম্মু কাশ্মীরের রাজ্যপাল ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন মেহবুবা মুফতি ও বিজেপিকে। ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স আবার পিএডএফ-কে মৌখিক সমর্থনের কথা ঘোষণা করল।

জম্মুতে ফল ভালো হলেও কাশ্মীর উপত্যকায়  ৩৪ জনের মধ্যে ৩৩ জন প্রার্থীই হেরেছেন। কারও আবার জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। তবু  জম্মু-কাশ্মীরে সরকার গড়ার সুযোগ হাতছাড়া করতে নারাজ বিজেপি। একক বৃহত্তম দল পিডিপির সঙ্গে যোগাযোগ অব্যাহত বিজেপির। সূত্রের খবর, ভাগাভাগির নীতিতে জোট গড়ে প্রথমবার মুখ্যমন্ত্রীর পদ দাবি করেছে বিজেপি। কিন্তু মানতে নারাজ পিডিপি। কাজেই জট খুলছে না।

অন্যদিকে পিডিপির মূল ঘাঁটি কাশ্মীরে ভোটাররা বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। অথচ সেই বিজেপির সঙ্গেই জোট নিয়ে পিডিপির অন্দরেও  চাপানউতোর চরমে। কাজেই ঝুলেই রয়েছে জোটের ঘোট। কমবেশি একই যুক্তিতে বিজেপির হাত ধরা নিয়ে দ্বিধায় ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্সও। দলে  জয়ী বিধায়কদের একাংশ বিজেপির সঙ্গে জোটের বিরোধী বলে খবর। কাজেই ওমর তড়িঘড়ি ট্যুইট করে  জানিয়েছেন, কোনও সমঝোতা তো নয়ই, BJP-র সঙ্গে আলোচনা পর্যন্ত হয়নি ন্যাশনাল কনফারেন্সের।

আশায় আশায় রয়েছে কংগ্রেস। যদি হাত বাড়ায় পিডিপি! আবার বিজেপিকে ঠেকাতে পিডিপি ও ন্যাশনাল কনফারেন্সের গাঁটছড়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। রাজনৈতিক মহলের ধারণা, জট খুলতে আরও কয়েকদিন লাগবে।

 

.