গভীর রাতে অভিযান, অনন্তনাগে খতম ২ জঙ্গি
শুক্রবার গভীর রাতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু করে সিআইপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিস। কাকভোরে মেলে সাফল্য। খতম করা হয় ২ জঙ্গিকে।
ওয়েব ডেস্ক: কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত ২ জঙ্গি। শনিবার সকালে কাশ্মীরের অনন্তনাগ জেলার ডুরু এলাকায় নিহত জঙ্গিদের থেকে বেশ কিছু অস্ত্রসস্ত্র উদ্ধার করেছেন নিরাপত্তাকর্মীরা।
শুক্রবার গভীর রাতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান শুরু করে সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিস। কাকভোরে মেলে সাফল্য। খতম করা হয় ২ জঙ্গিকে। আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না জানতে চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তাবাহিনী।
মাধ্যমিকে অঙ্কে সিলেবাসের বাইরে প্রশ্ন!
#SpotVisuals: 2 terrorists gunned down in an encounter with security personnel in Anantnag's Dooru area, encounter over. #JammuAndKashmir (visuals deferred) pic.twitter.com/OGUvAHcbq6
— ANI (@ANI) March 24, 2018
ওদিকে কুপওয়ারার হালমাতপোরা এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের পর উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র। সেখানে ৫ জঙ্গিকে খতম করেছেন জওয়ানরা। নিহত জঙ্গিরা সবাই পাকিস্তানি বলে জানা গিয়েছে।