Jharkhand Political Crisis: দিল্লির পর ঝাড়খণ্ডে মুখ থুবড়ে পড়ল অপারেশন লোটাস! আস্থা ভোটে জয়ী হেমন্ত সোরেন

ঝাড়খণ্ডে একটা জল্পনা ছিল কংগ্রেসের কিছু বিধায়ক জোট ভেঙে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। আস্থা ভোটে তারা ভোট দিতে পারেন বিরোধী শিবিরে

Updated By: Sep 5, 2022, 03:40 PM IST
Jharkhand Political Crisis: দিল্লির পর ঝাড়খণ্ডে মুখ থুবড়ে পড়ল অপারেশন লোটাস! আস্থা ভোটে জয়ী হেমন্ত সোরেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডের ৩ বিধায়ক বিপুল টাকা-সহ গ্রেফতারের তদন্তে উঠে এসেছিল হেমন্ত সোরেনকে ফেলার চেষ্টা চালাচ্ছে বিজেপি। নাম জড়িয়েছিল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। অভিযোগ উঠেছিল বিজেপির দিকে। সোমবার ঝাড়খণ্ড বিধানসভার আস্থাভোটে ফ্লোর ছেড়ে চলে গেলেন বিজেপি বিধায়করা। আস্থা ভোটে জয়ী হলেন জোটের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ৮১ সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় ৪৮ ভোট পেয়ে জয়ী হলেন হেমন্ত। বিজেপি বিরোধী শিবিরের দাবি, দিল্লির পর এবার ঝাড়খণ্ডেও মুখ থুবড়ে পড়ল বিজেপির অপারেশন লোটাস। আস্থা ভোটের জয়ের পর হেমন্ত সোরেন বলেন, অসমের মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড সরকার ভাঙার চক্রান্ত করেছিলেন। লোকে জামাকাপড় কেনে, বিজেপি কেন বিধায়ক।

আরও পড়ুন-গোরুপাচার মামলায় এবার সিউড়ি ও বোলপুরের ৪ ব্যাঙ্ক আধিকারিককে তলব সিবিআইয়ের

ঝাড়খণ্ডে একটা জল্পনা ছিল কংগ্রেসের কিছু বিধায়ক জোট ভেঙে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। আস্থা ভোটে তারা ভোট দিতে পারেন বিরোধী শিবিরে। রাজ্যে হেমন্ত সোরেনর হাতে রয়েছে ৩০ বিধায়ক। অন্যদিকে, কংগ্রেসের রয়েছেন ১৮ বিধায়ক। আস্থা ভোটে ৪৮ জনের ভোট পেয়েই পরীক্ষা পাশ করেছেন হেমন্ত।

এদিন বিধানসভায় ভোটাভুটির আগে হেমন্ত সোরেন বলেন, রাজ্যসরকারকে ধাক্কা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলায় ৩ বিধায়ক বিপুল টাকা নিয়ে ধরা পড়েছিলেন। তার সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জড়িয়ে রয়েছেন।

রাজ্য বিজেপির এক আবেদনের ভিত্তিতে ঝাড়খণ্ড বিধানসভায় রাজনৈতিক সংকট তৈরি হয়ে যায়। খনির লিজে দেওয়া সংক্রান্ত একটি মামলায় হেমন্ত সোরেনের নাম জড়িয়ে যাওয়ায় হেমন্তের পদত্যাদের দাবি তোলে বিজেপি। ফেব্রুয়ারি মাসে রাজ্যপালের কাছে গিয়ে হেমন্ত সোরেনকে সরিয়ে দেওয়ার দাবি জানায় গেরুয়া শিবির। তারপরই এই আস্থা ভোট। সেই ভোটে জয়ী হলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.