ফের আকাশে উড়তে চলেছে জেট এয়ারওয়েজ়ের বিমান

 দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরুকে ঘাঁটি করে জাতীয় ও বিভিন্ন আন্তর্জাতিক রুটেও বিমান চালাবে জেট।

Updated By: Dec 8, 2020, 06:51 PM IST
ফের আকাশে উড়তে চলেছে জেট এয়ারওয়েজ়ের বিমান

নিজস্ব প্রতিবেদন: প্রায় দু’বছর পর প্রত্যাবর্তন। ২০১৭ সালের ১৭ এপ্রিল ঋণের দায়ে, পুঁজির অভাবে, পরিষেবা বন্ধ করতে বাধ্য হয়েছিল জেট এয়ারওয়েজ়। ২০২১ সালে ফের ফিরে আসতে চলেছে এই বিমান পরিষেবা সংস্থা। সব কিছু ঠিক থাকলে গ্রীষ্ণ কালেই আকাশে উড়বে তাদের বিমান। সোমবার বিমান মন্ত্রকের সঙ্গে আলোচনার পরে এ কথা জানিয়েছে জেটের নতুন মালিক মুরারিলাল জালান ও কালরক ক্যাপিটালের জোট।

গত বছর থেকেই জেট বিক্রির চেষ্টা চালাচ্ছিল ঋণদাতারা। কিন্তু ব্যর্থ হতে হয়। এরপর ঘোষণা হয় নতুন মালিকের নাম।  পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পর  জেট এয়ারওয়েজের কাছে রয়েছে পাঁচটি বিমান। কিন্তু সেই বিমান আপাতত অন্যান্য বিমান পরিষেবা সংস্থার হাতে রয়েছে। তাদের সংশ্লিষ্ট সময়ে অন্যান্য সংস্থার বিমান পরিষেবা দিয়ে থাকে। ফের সেই পরিষেবা মাথা ঢোকাতে চলেছে জেট এয়ারওয়েজ়। 

জানা যাচ্ছে, দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরুকে ঘাঁটি করে জাতীয় ও বিভিন্ন আন্তর্জাতিক রুটেও বিমান চালাবে জেট। তবে এখনও চৃড়ান্ত সিদ্ধানেত পৌঁছানো সম্ভব হয়নি। বেশ কিছু পদক্ষেপ বাকি। 

.