জেডিইউ-এর দুই মন্ত্রীর কপালে জুটল শোকজ

পুঞ্চকাণ্ডে বিতর্কিত মন্তব্যের জন্য দলের দুই মন্ত্রীকে শোকজ নোটিস ধরাল জেডিইউ। বিহারের গ্রামোন্নয়ন মন্ত্রী ভীম সিং ও কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংকে সাতদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। উপযুক্ত জবাব দিতে না পারলে, দুই মন্ত্রীর বিরুদ্ধে প্রয়োজনে তদন্ত করা হতে পারে বলে জানিয়েছে জেডিইউ শীর্ষ নেতৃত্ব।

Updated By: Aug 12, 2013, 08:41 AM IST

পুঞ্চকাণ্ডে বিতর্কিত মন্তব্যের জন্য দলের দুই মন্ত্রীকে শোকজ নোটিস ধরাল জেডিইউ। বিহারের গ্রামোন্নয়ন মন্ত্রী ভীম সিং ও কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংকে সাতদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। উপযুক্ত জবাব দিতে না পারলে, দুই মন্ত্রীর বিরুদ্ধে প্রয়োজনে তদন্ত করা হতে পারে বলে জানিয়েছে জেডিইউ শীর্ষ নেতৃত্ব।
দেশজুড়ে সমালোচনার চাপে পড়ে শেষ পর্যন্ত বিহার সরকারের দুই মন্ত্রীকে শোকজ করল জেডিইউ। তাঁদের একজন বিহারের গ্রামোন্নয়ন মন্ত্রী ভীম সিং। অন্যজন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং। ৭ দিনের মধ্যে দুই মন্ত্রীকে শোকজ নোটিসের জবাব দিতে হবে। জেডিইউ নেতা শরদ যাদব জানিয়েছেন, ভীম সিং ও নরেন্দ্র সিং পুঞ্চকাণ্ডে যে মন্তব্য করেছেন, তা দলের অনুশাসন বিরোধী।
 
পুঞ্চ সেক্টরে পাকসেনা ও জঙ্গিদের হামলায় যে পাঁচজন ভারতীয় জওয়ান নিহত হয়েছেন, তাঁদের একজন ছিলেন বিহারের। তাঁর অন্ত্যেষ্টিতে কোনও জেডিইউ নেতা উপস্থিত না থাকায়, সরব হয় বিরোধীরা। অনুপস্থিতির পক্ষে সওয়াল করে ভীম সিংহের মন্তব্য ছিল, পুলিস ও সেনাকর্মীরা কাজে যোগ দেন শহিদ হওয়ার জন্যই। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বিতর্ক শুরু হয়। জেডিইউর অস্বস্তি আরও বাড়িয়ে দেয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংয়ের বক্তব্য। পুঞ্চে ভারতীয় জওয়ানদের হত্যার ঘটনায় পাকিস্তান দায়ী নয় বলে মন্তব্য করেন তিনি। জেডিইউ সভাপতি শরদ যাদব জানিয়েছেন, প্রয়োজনে দুই মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করানো হতে পারে। দুই মন্ত্রীর মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।  

.