'ললিতা'র শপথে তামিলনাড়ুতে 'জয়' উৎসব

'এভাবেও ফিরে আসা যায়...'। সিনেমার জগৎ থেকে রাজনীতির ময়দানে। তামিলনাড়ুর মসনদে জয়ললিতার অভিষেক। এরপর জেল। এবার আবার সমহিমায়। তামিলনাড়ুর মসনদে ফিরলেন জয়ললিতা। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী হলে আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ নিলেন AIADMK-র সর্বোচ্চ নেত্রী। গত ২৭ সেপ্টেম্বর আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হয়ে গদি হারান জয়ললিতা। কিন্তু, ১১ মে কর্নাটক হাইকোর্ট তাঁকে বেকসুর খালাস করলে কামব্যাক করেন জয়া। জয়ললিতা ছাড়াও তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা আজ শপথ নিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পি রাধাকৃষ্ণণ। ছিলেন সুপারস্টার রজনিকান্ত ও বিখ্যাত সুরকার ইলাইয়া রাজা।

Updated By: May 23, 2015, 01:55 PM IST
'ললিতা'র শপথে তামিলনাড়ুতে 'জয়' উৎসব

ওয়েব ডেস্ক: 'এভাবেও ফিরে আসা যায়...'। সিনেমার জগৎ থেকে রাজনীতির ময়দানে। তামিলনাড়ুর মসনদে জয়ললিতার অভিষেক। এরপর জেল। এবার আবার সমহিমায়। তামিলনাড়ুর মসনদে ফিরলেন জয়ললিতা। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী হলে আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ নিলেন AIADMK-র সর্বোচ্চ নেত্রী। গত ২৭ সেপ্টেম্বর আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হয়ে গদি হারান জয়ললিতা। কিন্তু, ১১ মে কর্নাটক হাইকোর্ট তাঁকে বেকসুর খালাস করলে কামব্যাক করেন জয়া। জয়ললিতা ছাড়াও তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা আজ শপথ নিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পি রাধাকৃষ্ণণ। ছিলেন সুপারস্টার রজনিকান্ত ও বিখ্যাত সুরকার ইলাইয়া রাজা।

.