দুর্গাকে নিয়ে বিতর্কিত বিজ্ঞাপন, জাভেদ হাবিবের দোকানে ভাঙচুর

Updated By: Sep 9, 2017, 06:11 PM IST
দুর্গাকে নিয়ে বিতর্কিত বিজ্ঞাপন, জাভেদ হাবিবের দোকানে ভাঙচুর

ওয়েব ডেস্ক: দুর্গার বিতর্কিত বিজ্ঞাপন দেওয়ারে ঘিরে সমালোচনার মুখে পড়েছিলেন হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব। পরে ক্ষমাও চেয়ে নেন। কিন্তু তারপরেও তাঁর দোকানে ভাঙচুর চালালো উগ্র হিন্দুত্ববাদীরা। শনিবার উত্তরপ্রদেশের উন্নাওতে জাভেদ হাবিব স্যালঁতে হামলা চালায় হিন্দু জাগরণ মঞ্চ। উন্নাওয়ের মোতিনগরে দোকানে ভাঙচুর চালানোর পর বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। ঘটনায় পুলিশের কাছে অভি‌যোগ দায়ের হয়েছে।

হিন্দু জাগরণ মঞ্চের সম্পাদক বিমল দ্বিবেদী বলেন,"হিন্দু দেব দেবীর অপমান মেনে নেব না।" ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভি‌যোগ করে শুক্রবার জাভেদ হাবিবের বিরুদ্ধে  মামলা দায়ের হয়। একটি সংবাদপত্রে দুর্গার রেখাচিত্রে বিজ্ঞাপন দিয়েছিল জাভেদ হাবিব স্যালঁ।

জাভেদ হাবিব অবশ্য আগেই ক্ষমা চেয়ে জানিয়েছিলেন,''আমরা ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে ব্যবসা চালাই। কলকাতার ফ্র্যাঞ্চাইজি ওই বিজ্ঞাপনের জন্য অনুমতি নেয়নি। আমি ২৫ বছর এই কাজ করছি। কাঁচিই আমার ধর্ম।'' পাশাপাশি তিনি ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন কয়েকটি সংস্থাকে।

আরও পড়ুন, প্রধানমন্ত্রীর মুদ্রা ‌যোজনায় বিরাট সাফল্য, ৫.৫ কোটি কর্মসংস্থান

.