দিল্লির শিবাজি নগর রেল ব্রিজে দুর্ঘটনার আগেই মন্ত্রককে সতর্ক করেছিলেন যুবক!
ওয়েব ডেস্ক : 'যে কোনও মুহূর্তে এখানে বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটতে পারে।' গত বৃহস্পতিবার দিল্লির শিবাজিনগর রেল ব্রিজে রাঁচী রাজধানী এক্সপ্রেস দুর্ঘটনার পাঁচদিন আগে রেলমন্ত্রককে টুইট করে জানিয়েছিলেন এক যুবক। সেই সঙ্গে একটি ছবিও টুইটারে পোস্ট করেন তিনি।
@RailMinIndia condition of rail line at shivaji bridge near platform pic.twitter.com/M34kbRyMYp
— Rakesk Kumar Kaushik (@rakesk10061974) September 2, 2017
রাকেশ কুমার কৌশিক নামে ওই যুবক, ২ সেপ্টেম্বর সকাল ১০টা বেজে ৪৭ মিনিটে শিবাজি নগর ব্রিজের একটি নির্দিষ্ট অংশ নিয়ে টুইট করেন। টুইটে যে ছবিটি তিনি দিয়েছেন তাতে, পরিষ্কার ভাবে দেখা যায় রেললাইনে রয়েছে একটি ভাঙা অংশ। জানা যায়, তিনি টুইট করার ২৫ মিনিটের মধ্যেই মন্ত্রকের পক্ষ থেকে একটি উত্তর পান। সেই সঙ্গে বিষয়টি নিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় সংশ্লিষ্ট রেল ডিভিশনকে। তবে, এরপর আর বিষয়টি নিয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
আরও পড়ুন- পীযূষ গোয়েল আসার পর কয়েক ঘণ্টার ব্যবধানে জোড়া রেল দুর্ঘটনা
এদিকে, বৃহস্পতিবার ওই একই জায়গায় রাঁচী রাজধানী এক্সপ্রেস দুর্ঘটনার পর এবার রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে সরাসরি। তবে, এখনই সেই তত্ব মানতে নারাজ রেল। বিষয়টি তদন্তের পরই দুর্ঘটনার কারণ বলা সম্ভব বলে রেলের তরফে জানানো হয়েছে।
দুর্ঘটনার জন্য কে বা কারা দায়ী তা এখনও জানা না গেলেও, রাকেশ কুমার কৌশিকের ওই টুইট বর্তমানে সোশাল মিডিয়ায় ভাইরাল।