সরকারের বিরুদ্ধে জওহরলাল নেহরুর বংশ পরিচয় বিকৃতর অভিযোগ কংগ্রেসের
দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বংশ পরিচয় বিকৃত করার অভিযোগ তুলল কংগ্রেস। এ নিয়ে প্রধানমন্ত্রীর জবাবদিহি দাবি করেছে তারা। কংগ্রেসের অভিযোগ, উইকিপিডিয়ায় জওহরলাল নেহরু এবং মতিলাল নেহরুর পেজ এডিট করা হয়েছে। যে আইপি অ্যাড্রেস থেকে এই কাজ করা হয়েছে সেটি সরকারি সংস্থা ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের।
ওয়েব ডেস্ক: দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বংশ পরিচয় বিকৃত করার অভিযোগ তুলল কংগ্রেস। এ নিয়ে প্রধানমন্ত্রীর জবাবদিহি দাবি করেছে তারা। কংগ্রেসের অভিযোগ, উইকিপিডিয়ায় জওহরলাল নেহরু এবং মতিলাল নেহরুর পেজ এডিট করা হয়েছে। যে আইপি অ্যাড্রেস থেকে এই কাজ করা হয়েছে সেটি সরকারি সংস্থা ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের।
গত ২৬ জুন উইকিপিডিয়ার পেজ এডিট করে লেখা হয়, জওহরলাল নেহরুর দাদু গঙ্গাধর নেহরু ছিলেন একজন মুসলিম। এই নিয়েই আপত্তি তুলেছে কংগ্রেস। এডুইনা মাউন্টব্যাটেনের সঙ্গে জওহরলালের সম্পর্ক নিয়েও নানা তথ্য সংযোজিত হয়েছে। একই দিনে সঞ্জয় গান্ধীর পেজও এডিট করা হয়েছে বলে জানা গিয়েছে।