স্টিল উত্পাদনে জাপানকে ছাড়িয়ে বিশ্বে দ্বিতীয় স্থান দখল করল ভারত

ফেব্রুয়ারিতে জাপানকে ছাড়িয়ে গেল ভারত। 

Updated By: Mar 29, 2018, 08:33 PM IST
স্টিল উত্পাদনে জাপানকে ছাড়িয়ে বিশ্বে দ্বিতীয় স্থান দখল করল ভারত

নিজস্ব প্রতিবেদন: স্টিল উত্পাদনে এশিয়ার দৈত্য চিনের পরই ভারত। জাপানকে ছাড়িয়ে গেল দেশ। ফেব্রুয়ারিতে দেশে স্টিল উত্পাদনে বৃদ্ধি হয়েছে ৩.৪ শতাংশ। মোট উত্পাদন হয়েছে ৮.৪ মিলিয়ন টন। জাপান উত্পাদন করেছে ৮.২ মিলিয়ন টন। শুধুমাত্র এই একটি মাস নয়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে স্টিল উত্পাদনে বিশ্বে দ্বিতীয় স্থান দখল করল ভারত।  

বিশ্বজুূড়ে স্টিল উত্পাদনে ভারতের আগে রয়েছে চিন। গতবছরও ভারতের স্থান ছিল তৃতীয়। ২০১৭ সালে জাপানের স্টিল উত্পাদন ছিল ১০৪.৭ মিলিয়ন টন। সেখানে ভারত ১০১.৪ স্টিল উত্পাদন করেছিল। ২০১৬ সালে এই ফারাক ছিল ৯.৩ মিলিয়ন টন। তার আগের বছর ২০১৫ সালে ১৬ মিলিয়ন টন ফারাক ছিল। ফলে প্রতিবছরই ব্যবধান কমাচ্ছিল ভারত। ২০১৮ সালের শুরুতেই পিছিয়ে গেল জাপান। 

আরও পড়ুন- শতাব্দী এক্সপ্রেসের বদলে আসছে 'ট্রেন ১৮'

গত বছর ফেব্রুয়ারির তুলনায় দেশে এবছর ফেব্রুয়ারি স্টিল উত্পাদন বৃদ্ধি পেয়েছে ৩.৪৩ শতাংশ। 

আরও পড়ুন- এই প্রথম রেলেও অবকাশ ভ্রমণ ভাতা পাবেন কর্মীরা

.