কালো টাকা ফেরানোর দাবিতে জনতা পরিবারের কেন্দ্র বিরোধিতায় সামিল তৃণমূল

কালোর পাল্টা কালো। সারদার কালো টাকা নিয়ে যখন তৃণমূলের ওপর চাপ বাড়ছে, তখন বিদেশে থাকা কালো টাকা উদ্ধারের দাবিতে বিজেপির ওপর পাল্টা চাপ বাড়ানোর পথে হাঁটল তৃণমূল কংগ্রেস।  সংসদ ভবন ও যন্তরমন্তরে জনতা পরিবারের দলগুলির সঙ্গে কেন্দ্র বিরোধী বিক্ষোভে সামিল হলেন তৃণমূল সাংসদরা।  

Updated By: Dec 22, 2014, 07:53 PM IST
কালো টাকা ফেরানোর দাবিতে জনতা পরিবারের কেন্দ্র বিরোধিতায় সামিল তৃণমূল

নয়া দিল্লি: কালোর পাল্টা কালো। সারদার কালো টাকা নিয়ে যখন তৃণমূলের ওপর চাপ বাড়ছে, তখন বিদেশে থাকা কালো টাকা উদ্ধারের দাবিতে বিজেপির ওপর পাল্টা চাপ বাড়ানোর পথে হাঁটল তৃণমূল কংগ্রেস।  সংসদ ভবন ও যন্তরমন্তরে জনতা পরিবারের দলগুলির সঙ্গে কেন্দ্র বিরোধী বিক্ষোভে সামিল হলেন তৃণমূল সাংসদরা।  

চেপে বসছে সারদা ফাঁস। গ্রেফতার দলের একাধিক হেভিওয়েট নেতা। প্রতিদিনই একটু একটু করে চাপ বাড়াচ্ছে বিজেপি। তোপ দাগছে বামেরাও। সারদা ইস্যুতে প্রবল কোণঠাসা তৃণমূল নেতৃত্ব এখন নতুন বন্ধুর খোঁজে। নয়াদিল্লির যন্তরমন্তর ও সংসদভবনে সোমবার দেখা গেল তারই প্রয়াস। জনতা পরিবারের দলগুলির কেন্দ্র বিরোধী কর্মসূচিতে সামিল হল তৃণমূল। বিদেশের ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকা  ফেরানোর   দাবিতে সকালে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখায়  জেডিইউ,রাষ্ট্রীয় লোকদল, সমাজবাদী পার্টি ।  তাঁদের অভিযোগ, কালো টাকা নিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি পালন করছেন না নরেন্দ্র মোদী।

সকালে সংসদ ভবনে বিক্ষোভ দেখানোর পর যন্তরমন্তরে মহাধরনাতেও যোগ দেন তৃণমূল সাংসদরা। এখানে নিশানায় ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। সংসদে গোলমাল করার জন্য দিনকয়েক আগেই তৃণমূলকে কটাক্ষ করেছিলেন জেটলি। সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পাল্টা বিঁধেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

বিজেপিকে রুখতে কেন্দ্রে বিরোধী শক্তিগুলিকে একজোট করার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই লক্ষ্যে একধাপ এগোল তৃণমূল। অন্তত তেমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

.