জেলে বন্দি তরুণ তেজপালের সেল থেকে মিলল মোবাইল ফোন

তরুণ তেজপালের সেল থেকে মিলল মোবাইল ফোন। গোয়ার ভাসকোর সাদা উপ-সংশোধনাগারে মহকুমা শাসক গৌরিশ শঙ্খলওয়াকারের নেতৃত্বে চলে বিশেষ তল্লাসি অভিযান। তখনই ১৪ নম্বর সে থেকে উদ্ধার হয় একটি মোবাইল ফোন।

Updated By: Feb 24, 2014, 08:23 AM IST

তরুণ তেজপালের সেল থেকে মিলল মোবাইল ফোন। গোয়ার ভাসকোর সাদা উপ-সংশোধনাগারে মহকুমা শাসক গৌরিশ শঙ্খলওয়াকারের নেতৃত্বে চলে বিশেষ তল্লাসি অভিযান। তখনই ১৪ নম্বর সে থেকে উদ্ধার হয় একটি মোবাইল ফোন।

গোয়ার এই জেলের চোদ্দো নম্বর সেলেই গত দু-মাস ধরে আরও আসামীর সঙ্গে বন্দি রয়েছেন মহিলা সহকর্মীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তেহেলকা পত্রিকার এডিটর-ইন-চিফ তরুণ তেজপাল। তবে জেরায় তিনি জানিয়েছেন যে সেল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন তাঁর নয়। কীভাবে এই মোবাইল ফোন এল তাও তিনি জানেন না বলে তেজপাল জানিয়েছেন।

এমন খবরের পর জেল কর্তৃপক্ষ অবাক। প্রশাসন ক্ষুব্ধ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

.